জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখপুত্র (Shah Rukh Khan) আরিয়ান খানের (Aryan Khan)। জেলেও যেতে হয়েছিল তাকে। ২৬ দিল জেলে ছিলেন শাহরুখপুত্র। আরিয়ান যে কদিন জেলে ছিলেন সেকদিন বিনিদ্র রাত্রি কেটেছে শাহরুখের। শুধু নাকি কফি আর সিগারেট খেয়েই দিন কাটিয়েছেন কিং খান। কিন্তু জেলের ভেতর কেমন দিন কাটছিল আরিয়ানের? সে কথাই প্রকাশ্যে আনলেন অভিনেতা আজাজ খান (Ajaz Khan)। সেই সময় এজাজও ছিলেন আর্থার রোডের ওই একই জেলে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ছোটপর্দা থেকে শুরু করে বিগ বসে অংশ নেওয়ার পর পরিচিতি পান আজাজ খান। বর্তমানে বেশ পরিচিত মুখ তিনি। তবে জীবনে তিক্ত অভিজ্ঞতাও কম হয়নি এই তারকার। একসময় জেলও খেটেছেন এজাজ। ২০২১ সালে মাদক মামলায় জড়িয়ে জেলে গিয়েছিল এজাজ। সেই সময়েই জেলে যেতে হয়েছিল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলে থাকার সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন আজাজ। সেখানেই উঠে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা।
এজাজের দাবি, জেলের ভেতর একাধিক বিপদের সম্মুখীন হয়েছিলেন শাহরুখপুত্রকে। সেইসময় তিনি কীভাবে আরিয়ান খানকে সাহায্য করেছেন, সেই কথাই তুলে ধরেন অভিনেতা। আজাজ দাবি করেছেন জেলে থাকা বিভিন্ন ক্রিমিনাল, দুষ্কৃতীদের হাত থেকে বাঁচিয়েছেন শাহরুখপুত্রকে। এজাজ জানান, অমন একটা পরিবেশে খুব শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন আরিয়ান। ৩৫০০ ক্রিমিনাল ছিল ওখানে, তাঁদের মধ্যে থাকার অর্থ কোনও নিরাপত্তা ছিল না তাঁর। সেই সময়ের স্মৃতি হাতড়ে তিনি এদিন বলেন, ‘ওই সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও জেলে ছিল। আমি ওকে সাহায্য করেছি, জল সিগারেট পাঠাতাম। জেলে বসে এটুকুই কারও জন্য করা যায়। আমি ওকে গুণ্ডা মাফিয়াদের হাত থেকেও বাঁচিয়েছি। ও দারুণ বিপদে ছিল।’
প্রসঙ্গত, ২০২১ সালে একটি মাদক মামলায় আরিয়ান খানকে কাস্টডিতে নেওয়া হয়েছিল। ২৬ দিন জেলে থাকার পর ২০২১ সালের ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান খান। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মুক্তি নিয়ে। খুব শীঘ্রই নেটফ্লিক্সে আসতে চলেছে তাঁর প্রথম সিরিজ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)