Home> বিনোদন
Advertisement

Aryan Khan: আরিয়ানের ক্য়ামেরার সামনে এবার শাহরুখ-রণবীর

 বহুদিন ধরেই শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের প্রথম কাজ নিয়ে আলোচনা চলছিল। কিন্তু বাবার মতো ক্যামেরার সামনে যে তিনি থাকবেন না, সে খবর সকলের জানা। কারণ, আরিয়ান ক্যামেরার পিছনে কাজ করতে চান। ইতিমধ্যেই পরিচালক হিসাবে হাতেখড়ি হয়েছে তাঁর। একটি ওয়েব সিরিজে পরিচালনা করবেন তিনি। এই  ওয়েব সিরিজে দেখা যাবে শাহরুখ খান এবং রণবীর রণবীর সিং-কে।  

Aryan Khan: আরিয়ানের ক্য়ামেরার সামনে এবার শাহরুখ-রণবীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরিয়ান খান স্টার কিড হওয়ার জন্য় বরাবরই তিনি লাইম লাইটে থাকে। এবার তিনিও তাঁর বাবার দেখানো পথ অনুসরণ করে বলিউডে নাম লেখালেন। তবে  অভিনয় নয়, বরং পরিচালনা দিয়ে বলিউডে নিজের ক্য়ারিয়ার শুরু করতে যাচ্ছেন আরিয়ান। প্রথম থেকেই আরিয়ান জানিয়ে এসেছিলেন যে, তিনি তাঁর পরিচালনার কাজে মন দিতে চায়। এবার তাঁর স্বপ্নপূরণের পালা। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর স্ক্রিপ্ট তৈরির কাজ।

আরও পড়ুন: Nora Fatehi: অদেখা বেলি ডান্সের ভিডিয়ো প্রকাশ্যে! নোরা-নৃত্যের ফুলকিতে চমকিত নেটপাড়া...

ওয়েব সিরিজে পরিচালনা করবেন শাহরুখ পুত্র। যেখানে দেখা যাবে শাহরুখ খান এবং রণবীর সিং-কেও। তবে কেমিও চরিত্রে। আগামী ২৭ মে থেকে শুরু হবে ওয়েব সিরিজ শুটিংয়ের কাজ। সূত্রের খবর, ছয় এপিসোডে ভাগ করা থাকবে এই সিরিজ। শাহরুখ এবং রণবীর দুজনকেই দেখা যাবে দুই আলাদা এপিসোডে। ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই বেজায় উৎসাহী জুনিয়ার খানের জন্য কাজ করায়। 

বর্তমানে স্টারকিডদের ডেবিউ নিয়ে ভক্তদের বরাবরই কৌতুহল। শাহরুখ খানের সন্তানেরা কবে ডেবিউ করবেন তা নিয়েও অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। এবার তারই উত্তর মিলল। সুহানা খানের ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি হয়েছে। তবে শত চেষ্টা করেও আরিয়ান খানকে কেউ বলিউডে ডেবিউ করাতে পারেননি । কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় না, পরিচালনা করবেন। বারে বারে করণ জোহর তাঁর সঙ্গে দেখা করতে আসলেও তিনি এই প্রসঙ্গে কোনো মুখ খোলেননি। 

আরও পড়ুন: Sushil Majumdar: ভুলে গিয়েছে ইতিহাস, ধুলো সরিয়ে ফিরছেন হারানো 'সুশীল'...

শাহরুখ খান যে আরিয়ানের সঙ্গে কাজ করবেন তাঁর আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই। ছেলের পোস্ট দেখা মাত্র নিজেকে আটকে রাখতে পারেননি কিং খান। তিনি লিখেছেন, ‘দারুণ, ভাবনা, বিশ্বাস, স্বপ্ন দেখার পর্ব শেষ। এবার কাজের পালা। প্রথম কাজের জন্য অনেক শুভেচ্ছা। প্রথম কাজ সর্বদাই খুব বিশেষ হয়’। বাবার কমেন্ট দেখা মাত্রই আরিয়ান প্রকাশ্যেই আবদার করে বসেছিলেন, তিনিও অপেক্ষায় থাকবেন, কবে তাঁর বাবা সেটে সারপ্রাইজ ভিজিট দেবেন। ছেলের আবদার শুনে মুখ বুঁজে থাকলেন না শাহরুখ। পাল্টা লিখে জানালেন, ‘তিনি যেন শুটিং শিডিউল সকালে না রেখে দুপুরে রাখেন, তবেই সম্ভব’।

সম্প্রতি আরিয়ানকে নিয়ে গৌরী খান জানান যে, তাঁর ছেলে বেজায় ব্যস্ত। এখন শাহরুখ খানের ডেট পাওয়া সহজ, কিন্তু আরিয়ান খানের ডেট পাওয়া এখন আর সহজ নয়। ফ্যামিলি ফ্রেমের জন্য আগে থেকেই বুক করতে হয় আরিয়ানের ডেট।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More