Home> বিনোদন
Advertisement

রিয়া সেনের বিয়ের পর এনগেজমেন্ট সেরে ফেললেন তাঁর প্রাক্তন প্রেমিকও

রিয়া সেনের বিয়ের পর এনগেজমেন্ট সেরে ফেললেন তাঁর প্রাক্তন প্রেমিকও

ওয়েব ডেস্ক: সদ্যই গোপনে বিয়েটা সেরে ফেলেছেন সুচিত্রা সেনের নাতনি এবং মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া সেন । তা নিয়ে তৈরি হয়েছে বিস্তর জল্পনাও। এবার রিয়া সেনের বিয়ের পরই এনগেজমেন্টটা সেরে ফেললেন তাঁর প্রাক্তন প্রেমিকও!

‘টয়লেট: এক প্রেম কথা’ পার্ট টু-এর প্রথম দৃশ্য শেয়ার করলেন টুইঙ্কল খান্না! দেখুন

একসময়ে রিয়া সেন এবং বলিউড অভিনেতা অস্মিত প্যাটেলের একটি এমএমএস ভাইরাল হয়ে গিয়েছিল। সেই এমএমএসটি ছড়িয়ে পড়ার পরই তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন দেখা দিয়েছিল। যদিও সেই প্রসঙ্গে কেউই মুখ খোলেননি। তবে একটা চাপা গুঞ্জন শোনা গিয়েছিল। রিয়ার বিয়ের পরই স্পেনে বান্ধবী এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী মেহেক চেহেল –র সঙ্গে এনগেজমেন্টটা সেরে ফেললেন অস্মিত প্যাটেল । দুজনেই প্রাক্তন বিগ বস প্রতিযোগী ছিলেন। তবে একসঙ্গে নয়। অস্মিত প্যাটেল ছিলেন বিগ বস ৪-এর প্রতিযোগী এবং মেহেক চেহেল ছিলেন বিগ বস ৫-এর প্রতিযোগী ।

fallbacks

fallbacks

Read More