জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই বি টাউন তোলপাড় হয়ে গিয়েছিল নবাব পুত্র- অভিনেতা সইফ আলি খানের আহত হওয়ার খবরে। রাতের অন্ধকারে নবাব প্যালেসে ছুরিকাহত হন সইফ। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সঙ্গে ছিলেন তাঁর পুত্র ইব্রাহিম আলি খান। রক্তাক্ত অবস্থায় কেন হাসপাতালে সইফ এর পাশে করিনাকে দেখা যায়নি, এই নিয়ে প্রচুর ঝড় উঠেছে সিনে ম্যাগাজিনে।
সইফ আলি খানের প্রথম স্ত্রী অভিনেতা অমৃতা সিং। তাঁদের দুই সন্তান রয়েছে। পুত্র ইব্রাহিম আলি খান ও কন্যা অভিনেতা সারা আলি খান। করিনা এবং সেফেরও দুই পুত্র রয়েছে- তৈমুর এবং জেহ্।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
তবে আবারও কি ভাঙতে চলেছে নবাব পুত্রের ঘর? এমনও শোনা যায় সইফের এই আহত হবার খবরে, সেভাবে উদ্বিগ্ন হতে দেখা যায়নি করিনাকে। অথচ 'সইফিনা' (সইফ-করিনা) একসময় দর্শকদের প্রচুর 'কাপল গোল' দিয়েছেন। এরই মাঝে প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে আইফার মঞ্চে করিনার অন্তরঙ্গতা চোখে পড়ার মতো ছিল। তাঁদের পুরনো প্রেম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন: পরপর ৩২ টি সিনেমা! তারপরেই আইএএস অফিসার ! চিনে নিন এই নায়িকাকে...
তাহলে কি অবশেষে আলাদা হতে চলেছে সইফ-করিনার পথ? আর এই দূরত্বের আবহেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বলিউডের তথাকথিত গণতকারেরা। জ্যোতিষী সুশীল কুমার সিং সম্প্রতি একটি ইন্টারভিউতে জানিয়েছেন, মাত্র দেড় বছরের মধ্যেই পথ আলাদা হতে চলেছে সইফ এবং করিনার। বিচ্ছেদের পথে হাঁটছেন এই দুই অভিনেতা। জ্যোতিষীর দাবি ২০১০ সালেই তিনি গণনা করে বলেছিলেন, ২০১২ সালে সইফ ও করিনার বিয়ে হলেও, এই বিয়ের পরিণতি ভালো হবে না। বিচ্ছেদ অবশ্যম্ভাবী। সইফ এবং করিনার রাশিচক্র মিলিয়ে তিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন। নিজের ব্লগে একথা বহু আগেই তিনি জানিয়েছেন বলে দাবি করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল