ওয়েব ডেস্ক: 'দিল ইবাদত কর রহা হ্যায়' অথবা 'ফির মহব্বত করনে চলা হ্যায় তু'... ছবির নাম যাই হোক, হিরোর নাম যদি হয় ইমরান হাসমি তবে সে ছবির গান যে মনে ধরবেই একথা প্রমাণিত। ব্যতিক্রম নয় তাঁর আসন্ন ছবি 'আজহার'। রিলিজ হল 'আজহার' ছবির প্রথম গান 'বোল দো না জারা'।
ভারতীয় ক্রিকেটের এক গর্বের নাম মহম্মদ আজহারুদ্দিন। কিন্তু তাঁর ঘটনাবহুল জীবনের আঁধারে আজ হারিয়ে গিয়েছে সেই গর্ব। 'জ্যোৎস্না'কে ছাপিয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল 'কলঙ্ক'। প্রাক্তন ভারতীয় অধিনায়কের সেই আলো-আধাঁরে ভরা জীবন নিয়েই তৈরি ছবি 'আজহার'। ক্রিকেটারের জীবনের প্রেম পর্ব নিয়ে এই রোমান্টিক গান 'বোল দো না জারা'। গানটি গেয়েছেন এবং কম্পোজ করেছেন আরমান মালিক। গানটির লিরিকস রেশমি ভিরাগের।