Home> বিনোদন
Advertisement

জানেন ১৬ দিনে বিশ্বব্যাপী কত কোটি টাকার ব্যবসা করল ‘বাহুবলী ২’?

বিশ্বব্যাপী চলছে ‘বাহুবলী ২’ নিয়ে উন্মাদনা। লোকের মুখে মুখে এখন একটা ছবিরই নাম। ‘বাহুবলী ২’ । আর তার প্রভাব পড়েছে বিশ্বের সমস্ত প্রেক্ষাগৃহগুলিতে। তিল ধারণের জায়গা নেই এমন অবস্থা প্রেক্ষাগৃহগুলির। প্রত্যেকটি শো –তে উপচে পড়ছে মানুষের ভিড়। মাত্র ১০ দিনেই হাজার কোটির ব্যবসা করে ফেলেছিল এই ছবি। রোজ নতুন নতুন রেকর্ড । ভারতীয় সিনেমা হিসেবে মাইলস্টোন তৈরি করে ফেলল এই ছবি ।

জানেন ১৬ দিনে বিশ্বব্যাপী কত কোটি টাকার ব্যবসা করল ‘বাহুবলী ২’?

ওয়েব ডেস্ক: বিশ্বব্যাপী চলছে ‘বাহুবলী ২’ নিয়ে উন্মাদনা। লোকের মুখে মুখে এখন একটা ছবিরই নাম। ‘বাহুবলী ২’ । আর তার প্রভাব পড়েছে বিশ্বের সমস্ত প্রেক্ষাগৃহগুলিতে। তিল ধারণের জায়গা নেই এমন অবস্থা প্রেক্ষাগৃহগুলির। প্রত্যেকটি শো –তে উপচে পড়ছে মানুষের ভিড়। মাত্র ১০ দিনেই হাজার কোটির ব্যবসা করে ফেলেছিল এই ছবি। রোজ নতুন নতুন রেকর্ড । ভারতীয় সিনেমা হিসেবে মাইলস্টোন তৈরি করে ফেলল এই ছবি ।

১৬ দিন পেরিয়ে গিয়েছে ‘বাহুবলী ২’ –র মুক্তির। কিন্তু উন্মাদনা সেই একই রয়েছে। সারা বিশ্বে ১৩৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলল এই ছবি।

Read More