Home> বিনোদন
Advertisement

অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা, আত্মহত্য়া 'বাহুবলি' অভিনেতার স্ত্রীর

শোরগোল শুরু হয়েছে জোরদার 

অন্য অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা, আত্মহত্য়া 'বাহুবলি' অভিনেতার স্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : আত্মহত্যা করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মধু প্রকাশের স্ত্রী ভারতী। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই দক্ষিণি অভিনেতা মধু প্রকাশের স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : বুধবার সকালেই দুঃসংবাদ হৃত্বিক রোশনের বাড়িতে

রিপোর্টে প্রকাশ, বেশ কিছুদিন ধরেই নাকি স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হচ্ছিল 'বাহুবলি' অভিনেতা মধু প্রকাশের। টেলিভিশনের এক অভিনেত্রীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছেন বলে বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন চলছিল। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। মধু প্রকাশ যাতে সহঅভিনেত্রীর সঙ্গে সব সম্পর্ক শেষ করেন, তার জন্য ভারতী সবরকমের চেষ্টাও শুরু করেন। মধু প্রকাশের বাড়ির লোকজনকেও সবকিছু জানান তিনি। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই শেষ পর্যন্ত ভারতী আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : 'সুষমাজি না থাকলে রাশিয়ার জেলে থাকতে হত', শোকবার্তায় জানালেন করণবীর

ছবি-তেলুগু ওয়ান ডট কম

fallbacks
এদিকে ভারতী কেন আত্মহত্যার রাস্তা বেছে নিলেন, সে বিষেয় মধু প্রকাশকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিসের তরফে জানা যাচ্ছে। প্রসঙ্গত ২০১৫ সালে দক্ষিণের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা মধু প্রকাশের সঙ্গে গাঁটছচড়া বাঁধেন ভারতী।  

Read More