ওয়েব ডেস্ক: মুক্তির প্রথম সপ্তাহান্তেই ২৪ কোটির ব্যবসা করল বদলাপুর। এই মুহূর্তে এই বছরে ব্যবসার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বদলাপুর। আগে রয়েছে অক্ষয় কুমারের বেবি ও রনবীর কপূরের রয়। প্রথম সপ্তাহন্তে বেবি ব্যবসা করেছিল ৩৬.০৭ কোটির, রয়ের ঝুলিতে এসেছে ২৮.৬৮ কোটি।
যদিও, রবিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের কারণে কিছুটা মার খেয়েছে বদলাপুরের ব্যবসা। এদিন বদলাপুর ব্যবসা করেছে ৮.২৫ কোটি। তার আগে শুক্রবার ৭ ও শনিবার ৮.৭৫ কোটি এসেছে বদলাপুরের ঝুলিতে। ছবিতে বরণ ধাওয়ান থাকলেও অ্যাডাল্ট ট্যাগের কারণেও কিছুটা মার খাচ্ছে ব্যবসা। কারণ, বরুণের ছবির টার্গেট দর্শক মূলত কিশোর-কিশোরীরা। তবে হাম্পটি শর্মা কি দুলহনিয়া ও স্টুডেন্ট অফ দ্য ইয়ারের পর এটাই বরুণের তৃতীয় হিট।
ছবিতে বরুণের সঙ্গে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, হুমা কুরেশি ও ইয়ামি গৌতম। এখনও পর্যন্ত এই বছরের সেরা ওপেনার রয়(১০.৪০ কোটি টাকা), বেবি(৯.৩ কোটি টাকা) ও তেভরের(৭.০৫ কোটি টাকা) পরই চতুর্থ স্থানে রয়েছে বদলাপুর(৭ কোটি টাকা)।