Home> বিনোদন
Advertisement

Sabnam Faria: 'কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন?'

Bangladeshi Actress: যে অনুষ্ঠানের ভিডিয়ো ঘিরে বিতর্কের সূত্রপাত, সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ একঝাঁক তারকা। সেই অনুষ্ঠানের এক ক্লিপে মন্তব্য ঘিরে ওঠে প্রশ্ন। চুপ থাকেননি অভিনেত্রীও। তিনি লেখেন, 'দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? '

Sabnam Faria: 'কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন?'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া (Sabnam Faria)। ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। সম্প্রতি অভিনয়ের পাশাপাশি তিনি যুক্ত রয়েছেন শাকিব খানের (shakib Khan) প্রসাধনী কোম্পানির সঙ্গে। সম্প্রতি রিমার্ক হারল্যানের একটি অনুষ্ঠানে একইমঞ্চে হাজির হয়েছিলেন তিনি। সেখানকার একটি ভিডিয়ো ঘিরে ওঠে আপত্তিকর মন্তব্য, তারই জবাব দেন অভিনেত্রী। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

যে অনুষ্ঠানের ভিডিয়ো ঘিরে বিতর্কের সূত্রপাত, সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ একঝাঁক তারকা। সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপ ভাইরাল। এর মধ্যে একটি ক্লিপ ছিল, যেখানে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়- ‘আমি তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো’। সেই ভিডিওক্লিপের কমেন্টবক্সে  আপত্তিকর মন্তব্য করে এক ব্যক্তি। যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষনাৎ ফেসবুকে মুখ খোলেন অভিনেত্রী। 

আরও পড়ুন- MS Dhoni's Bollywood Debut: 'অ্যানিম্যাল' লুকে ভাইরাল ধোনি, IPL শেষে বলিউডে ডেবিউ!

যেখানে সেই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে অভিনেত্রী লিখেছেন, ‘গতকাল আমরা অনেকদিন পর একটা খুব সুন্দর ইভেন্টে গিয়েছিলাম। সেখানের একটা ক্লিপে দেখা যায়, আমি হাসতে হাসতে বলছি , ‘তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া তুমি আসো।’এরপরে সেই যুবকের আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট তুলে ধরে ফারিয়া বলেন, ‘যেহেতু তাসকিন আর আমি পূর্ব পরিচিত, একদমই খুনসুটি থেকেই বলা, সেখানে এই ভদ্রলোক নিচের মার্ক করা এই কমেন্ট করেছে!’ 

ফারিয়া লেখেন, ‘আচ্ছা একটা সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন‍্য একটা অচেনা মানুষকে কেন বেশ‍্যা/পতিতা মনে হবে? পতিতা মানে কি বুঝেন? যিনি যৌন কর্মের বিনিময়ে অর্থ উপার্জন করে! কেউ অভিনয় করা মানে যৌনকর্মী হওয়া? আপনি আমার পরিবার সম্পর্কে জানেন? আমার শিক্ষাগত যোগ্যতা জানেন? আপনি অভিনয়ের বাইরে আমার অন‍্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অব‍গত?’

আরও পড়ুন- Manosi Sengupta: স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন! বিতর্ক পেরিয়ে ফের মা হলেন মানসী...

আক্ষেপ করে অভিনেত্রী বলেন, ‘আমরা এ ধরনের কমেন্ট প্রায়ই দেখি, বেশিরভাগ সময় ইগনোর করতে হয়, কিন্তু কেন ইগনোর করবো? শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন? নাকি আপনাদের জন্ম যৌনপল্লীতে যে, জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকেই যৌনকর্মী মনে হয়? দেশে অনেক ধরনের আন্দোলন হচ্ছে, পরিবর্তনের কথা হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর মানসিকতা কিভাবে পরিবর্তন করতে পারি বলেন তো? এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন! এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করে! এই যদি হয় তার উদাহরণ, আমি নির্বাক!’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More