Home> বিনোদন
Advertisement

আইটেম সংয়ের জন্য হাসির খোরাক হলেন প্রাক্তন ‘ভাবি জি’ শিল্পা শিন্ডে

আইটেম সংয়ের জন্য হাসির খোরাক হলেন প্রাক্তন ‘ভাবি জি’ শিল্পা শিন্ডে

ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেন ‘ভাবি জি ঘর পর হ্যায়’-র প্রাক্তন ‘অঙ্গুরি ভাবি’ অভিনেত্রী শিল্পা শিন্ডে । সম্প্রতি তিনি একটি আইটেম সংয়ে পারফর্ম করেছেন। আর তার জন্যই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে হাসির খোরাক হতে হল।

fallbacks

সূত্রের খবর, ‘প্যাটেল পাঞ্জাবি শাদি’ নামের একটি ছবিতে আইটেম সং ‘লাইন মারো’ গানে পারফর্ম করেছেন শিল্পা শিন্ডে। ছবিতে অভিনয় করছেন ঋষি কাপুর এবং পরেশ রাওয়ালও। আর এই ছবির আইটেম সং ‘লাইন মারো’ ইতিমধ্যেই ইউটিউবে প্রকাশ পেয়েছে। খুব কম সময়ের মধ্যেই গানটি ভাইরাল হয়ে গিয়েছে। কিছু মানুষ যেমন গানটি পছন্দ হযেছে, তেমনই কিছু মানুষ অপছন্দও করেছেন। সোশ্যাল মিডিয়া তারই প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, গানটিতে অভিনেত্রী শিল্পা শিন্ডেকে বেশ 'মোটা' লাগছে।

fallbacks

প্রসঙ্গত, ঋষি কাপুর, পরেশ রাওয়াল অভিনীত ছবি ‘প্যাটেল পাঞ্জাবি শাদি’ মুক্তি পাবে ১৫ সেপ্টেম্বর। দুদশকে প্রথমবার ঋষি কাপুর এবং পরেশ রাওয়ালকে একসঙ্গে দেখা যাবে। দেখে নিন ‘লাইন মারো’ গানটি।

fallbacks

 

Read More