Home> বিনোদন
Advertisement

কবে বিয়ে করছেন, সেই তারিখ নিজেই জানিয়ে দিলেন সলমন খান!

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তিনিই। সলমন খান। ভাইজানের বিয়ে কবে হবে, সেটা জানার জন্যই মানুষের আগ্রহ সবথেকে বেশি। প্রায় প্রতিটা সাংবাদিক সম্মেলনে এই একই প্রশ্নের উত্তর দিতে হয় সলমনকে। কিন্তু সলমন আজ পর্যন্ত কখনওই এর উত্তর সিরিয়াসভাবে দেননি। বরং, মজা করে উত্তর দিতেন।

কবে বিয়ে করছেন, সেই তারিখ নিজেই জানিয়ে দিলেন সলমন খান!

ওয়েব ডেস্ক: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার তিনিই। সলমন খান। ভাইজানের বিয়ে কবে হবে, সেটা জানার জন্যই মানুষের আগ্রহ সবথেকে বেশি। প্রায় প্রতিটা সাংবাদিক সম্মেলনে এই একই প্রশ্নের উত্তর দিতে হয় সলমনকে। কিন্তু সলমন আজ পর্যন্ত কখনওই এর উত্তর সিরিয়াসভাবে দেননি। বরং, মজা করে উত্তর দিতেন।

আরও পড়ুন  বিশ্বজুড়ে পাড়ায় পাড়ায় জঙ্গিদাদের কোচিং সেন্টার চলছে!

সানিয়া মির্জার বই প্রকাশ করতে এসেছিলেন সুলতান। সেখানে সানিয়া মির্জা স্বয়ং তাঁকে জিজ্ঞাসা করেন, সবাই জানতে চায় আপনি কবে বিয়ে করছেন। এর উত্তরটা কী? সলমন সামান্য থেমে জবাব দেন ১৮ নভেম্বর। এই প্রথম তিনি তাঁর বিয়ের তারিখও বলে দিলেন! যদিও তাঁর বাবা সেলিম খান, সলমাকে বিয়ে করেছিলেন এই ১৮ নভেম্বর। ঠিক ২ বছর আগে সলমনের বোন অর্পিতাও বিয়ে করেছিলেন ১৮ নভেম্বর। তাহলে কী এবার ভাইজানেরও বিয়ে হতে চলেছে ১৮ নভেম্বর? পাত্রী কি তবে লুলিয়া ভান্টুর?

আরও পড়ুন মেয়ে পর্ণস্টার হবে শুনে সানি লিওনের বাবা-মা কী বলেছিলেন?

Read More