Home> বিনোদন
Advertisement

OMG! প্রভাসের নায়িকা 'বিগ বস'-এর হট আরশি!

 'আওয়াম কি রানি', 'দ্বিতীয় পুনম পান্ডে' এসব নামেই ইদানিং পরিচিতি বেড়েছে আরশি খানের। এবার সেই হট, সেক্সি আরশিকেই নাকি দেখা যাবে বড় পর্দায়! তাও আবার খোদ বাহুবলী প্রভাসের বিপরীতে!

OMG! প্রভাসের নায়িকা 'বিগ বস'-এর হট আরশি!

নিজস্ব প্রতিবেদন : 'আওয়াম কি রানি', 'দ্বিতীয় পুনম পান্ডে' এসব নামেই ইদানিং পরিচিতি বেড়েছে আরশি খানের। এবার সেই হট, সেক্সি আরশিকেই নাকি দেখা যাবে বড় পর্দায়! তাও আবার খোদ বাহুবলী প্রভাসের বিপরীতে!

প্রভাসের সঙ্গে তাঁর স্ক্রিন শেয়ার করার খবর অবশ্য দিয়েছেন আরশি নিজেই। টুইটার হ্যান্ডেলে সেকথা শেয়ার করেছেন আরশি। তবে কোন সিনেমায় তিনি প্রভাসের সঙ্গে কাজ করছেন, তা এখনও জানা যায়নি।  তবে ইন্ডিয়া ডট কম সূত্রে খবর, প্রভাসের নায়িকা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন আরশি। 

 

যদিও আরশি খানের কথা বিশ্বাস করতে নারাজ নেটিজেনরা। 

বিতর্কের রানি এবছর বিগ বস-১১-এর প্রতিযোগী থাকার সময় কম খবরে আসেননি। প্রতিনিয়তই কিছু না কিছু কাণ্ড খটিয়ে তিনি খবরে থাকতেন। দুদিন আগেই আরশির একটি হট ডান্স ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়। 
সম্প্রতি বি-টাউনে খবর রোহিত শেঠির 'খতরো কা খিলাড়ি' শোতেও দেখা যাবে তাঁকে। এজন্য তিনি আবার নাকি সাঁতার শিখছেন বলেও খবর। 

আরও পড়ুন- ইনিও আরেক পুনম পান্ডে, আরশি খানের অর্ধনগ্ন নাচের ভিডিও ভাইরাল

Read More