নিজস্ব প্রতিবেদন: বিগ বসে (Bigg Boss 13) ঘরে সিদ্ধার্থ শুক্লর সঙ্গে শেহনাজ গিলের বন্ধুত্ব প্রায় সর্বজনবিদিত৷ কিন্তু সিদ্ধার্থ, শেহনাজের বন্ধুত্ব যে কখনও শত্রুতায় পরিণত হয়, তা বুঝতে পারেননি দর্শক৷ এসবের মাঝেই এবার ভাইরাল হয় সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিলের একটি ভিডিয়ো৷
Violence Hai.... Bhukla Ko Bahar Nikalo...
— QUEEN RASHAMI (@Queen25Rashami) January 7, 2020
#RashamiDesai https://t.co/e46WZ76Pvh
What the hell being shown on National Television in the name of entertainment. Imagine what kind of impact of this will be on young innocent minds. Isn't it harassment..... ?!!
— Anand (@i_NAnand) January 7, 2020
Ban this programme @BiggBoss. https://t.co/XwbjGIQeR7
WTF! He should be arrested.. https://t.co/R0BggbpAhD
— आदित्य (@MuradsAdi) January 7, 2020
What the hell is this???
— Shruti Seth (@SethShruti) January 7, 2020
Why are we promoting this kind of barbaric violence in the name of entertainment?
This man needs professional help @ColorsTV https://t.co/O65bMHhDqj
যেখানে শেহনাজ গিলকে মাটিতে ফেলে, তাঁর পেটের উপর পা তুলে দেন (Sidharth Shukla) সিদ্ধার্থ৷ একেবারে মারমুখী ভঙ্গিতে এরপর শেহনাজের হাত মুড়ে তাঁকে হুমকি দিতে শুরু করেন টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা৷ সিদ্ধার্থ এবং (Shehnaaz Gill) শেহনাজের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷
আরও পড়ুন : 'আপনি কি এখনও ভারতীয় আছেন?' JNU কাণ্ডে নীরব থেকে আক্রমণের মুখে প্রিয়াঙ্কা
শেহনাজের উপর রীতিমতো অত্যাচার করছেন সিদ্ধার্থ৷ বসের ঘরের ওই দৃশ্য দেখে প্রকাশ্যে সিদ্ধার্থের বিরুদ্ধে মুখ খোলেন অভিনেত্রী শ্রুতি শেঠ৷ কেউ কেউ সিদ্ধার্থকে মানসিক রোগী বলেও কটাক্ষ করতে শুরু করেন৷ কউ কেউ আবার সিদ্ধার্থের গ্রেফতারির দাবি করতে শুরু করেন৷ সবকিছু মিলিয়ে শেহনাজের সঙ্গে সিদ্ধার্থ যে ব্যবহার করেন ক্যামেরার সামনে, তা যে অনেকেই ভালভাবে মেনে নেননি, তা স্পষ্ট করে দেন অনেকেই৷ যদিও ওই ঘটনার পর শো কতৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷ চুপ করে রয়েছেন (Salman Khan) সলমন খান-ও৷