নিজস্ব প্রতিবেদন: দর্শকদের নজর কাড়তে কোনও সুযোগই ছাড়ছেন না 'বিগ বস ১৪' এর প্রতিযোগীরা। দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতে প্রায় প্রতিদিনই বদলে যাচ্ছে 'বিগ বস'-এর ঘরের সমীকরণ। সম্প্রতি 'বিগ বস'এর ঘরে জমে উঠেছে এজাজ খানের সঙ্গে পবিত্র পুনিয়ার প্রেমের রসায়ন। আর তাঁদের প্রেম নিয়েই এবার শুরু হয়েছে বিতর্ক। 'বিগ বস-১৪' লভ জিহাদকে পশ্রয় দিচ্ছে। এবার সলমনের শোয়ের বিরুদ্ধে এমনই অভিযোগ আনল কারণি সেনা।
'বিগ ১৪'-এ সম্প্রতি দেখা যায়, পবিত্র পুনিয়া যখন নিক্কির সঙ্গে কথা বলতে ব্যস্ত, তখন এজাজ এসে হঠাৎই তাঁকে চুম্বন করে বসেন। চুপিচুপি প্রেম করতেও দেখা যায় তাঁদের। তবে এজাজ ও পবিত্রর চুম্বনের দৃশ্যটি ভাইরাল হয়ে যায়। সম্প্রতি, 'বিগ বস তক' বলে একটি টুইটার হ্যান্ডেলে কারণি সেনার অভিযোগ পত্র শেয়ার করা হয়েছে। যেখানে শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, এই শোটি লভ জিহাদকে পশ্রয় দিচ্ছে। অবিলম্বে বিগ বস ১৪ বন্ধের দাবি জানানো হয়েছে কারণি সেনার তরফে। যেখানে সই করেছেন কারণি সেনার সহ সভাপতি দিলীপ রাজপুত।
আরও পড়ুন-বলিউডে প্রথমবার, একই ছবিতে পর্দায় আসছেন তিন 'খান'!
Breaking #BiggBoss_Tak
— #BiggBoss_Tak(@BiggBoss_Tak) November 18, 2020
Karni Sena's demand to Ban "Bigg Boss" for promoting Love Jihad and Adultery in show. Their allegation is Eijaz & Pavitra kissing promos were trended & promoted by Colors tv. #BB14WithBiggBoss_Tak pic.twitter.com/u8vITYjU5i
যদিও শোয়ের নির্মাতাদের তরফে এখনও এবিষয়ে মুখ খোলা হয়নি।