Home> বিনোদন
Advertisement

সানি লিওন ও ইমরান হাশমির ২০বছরের ছেলে বিহারের মুজাফরনগর কলেজের ছাত্র!

সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড ভাইরাল হতেই খবরটি  প্রকাশ্যে আসে।

সানি লিওন ও ইমরান হাশমির ২০বছরের ছেলে বিহারের মুজাফরনগর কলেজের ছাত্র!

নিজস্ব প্রতিবেদন : সাতপাকে বাঁধা পড়েননি কোনওদিনও, অথচ ২০ বছরের ছেলের বাবা-মা ইমরান হাশমি ও সানি লিওন। এখবরটা জানতেন? ইমরান হাশমি ও সানি লিওনের বছর ২০-র ছেলে বর্তমানে 'বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়'-এর অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্র। সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড ভাইরাল হতেই খবরটি  প্রকাশ্যে আসে।

কী শুনে চোখ কপালে উঠছে তো?

তাহলে একটু খোলসা করেই বলা যাক। বিহারের ওই ছাত্রটি বলিউড তারকা ইমরান হাশমি ও সানি লিওনের সন্তান নন। উত্তর বিহারের বাসিন্দা, ওই কলেজ ছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন বলে অনুমান।

তবে এই কাজ কে করেছেন? সেবিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রটি নিজেও এমন কুকর্মে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। 

আরও পড়ুন-অঙ্কুশ-ঐন্দ্রিলার পরিবারে নতুন সদস্য, সুখবর জানালেন অভিনেতা নিজেই

Read More