Home> বিনোদন
Advertisement

কন্ডোমের বিজ্ঞাপনে স্বামী-স্ত্রী, বোল্ড মুভ বং ডিভা বিপাসার

কন্ডোমের বিজ্ঞাপনে স্বামী-স্ত্রী, বোল্ড মুভ বং ডিভা বিপাসার

নিজস্ব প্রতিবেদন: একই বিজ্ঞাপনে স্বামী-স্ত্রী, সেটাও আবার কন্ডোমের! ভারতে কন্ডোম বিজ্ঞাপনের ইতিহাসে এমন ছবি এই প্রথম। বিপাসা বসু এবং করণ সিং গ্রোভার, প্লেগার্ডের বিজ্ঞাপনে সদ্য বিবাহিত দম্পতির রসায়ন নজর কেড়েছে সবার। কোনও রকম রাখঢাক না করেই কন্ডোমের বিজ্ঞাপন প্রসঙ্গে বিপাসা বলছেন, "পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হওয়া সত্ত্বেও এখানে এখনও সেক্স শব্দটা নিয়ে ট্যাবু রয়েছে। যৌনতা এবং কন্ডোম নিয়ে কথা বলতে এখনও অনেকে লজ্জা পান, অনীহা দেখান। একমাত্র এটা নিয়ে আরও বেশি কথা বলেই এই বিষয়ে লাজ লজ্জা ভাঙা যাবে। সাধারণ নিরোধ হিসেবে দেখলেই কন্ডোম নিয়ে ট্যাবু ভাঙা যাবে। সুরক্ষিত যৌনতা, গর্ভধারণের মত বিষয়গুলি নিয়ে ভাবতে হলে কন্ডোম অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। করণও এমনটাই মনে করে। আর সেই জন্যই দুজনে মিলে বিজ্ঞাপনটা করেছি"।  

আরও পড়ুন- বলিউডে যৌন নিগ্রহ! বিস্ফোরক অভিনেত্রী

বলি ডিভা বিপাসার প্লেগার্ড বিজ্ঞাপন টেলিভিশনের জগৎ তো বটেই দাবানলের মত ছড়িয়ে পড়েছে নেট বিশ্বেও। এই প্রথম কন্ডোমের বিজ্ঞাপনে ঝড় তুললেন এক বঙ্গ ললনা। কন্ডোমের বিজ্ঞাপনে স্বামী অরুণ গ্রোভারের সঙ্গে বং ডিভা বিপাসার রসায়ন এখন রীতিমত ভাইরাল। এর আগে প্রাক্তন পর্নশ্রী সানি লিওন কন্ডোমের বিজ্ঞাপন করে শিরোনামে এসেছিলেন। এই একই বিষয়ে দীর্ঘ দিন চর্চায় ছিলেন বলিউডের হার্ট থ্রব রণবীর সিংও। এবার সেই তালিকায় যোগ হলেন বিপাসা বসু।

আরও পড়ুন- দেবকে বিয়ে করছেন পাওলি

 

Read More