Home> বিনোদন
Advertisement

মাঙ্কি-মুনে নতুন বউ বিকিনিতে, বর সিক্স প্যাকে

বিয়েবাড়ি মিটে গিয়েছে প্রায় ১৫ দিন হল। কিন্তু বলিউডে সে বিয়ের রেশ যেন কাটছেই না। রোজই খবরে বাঙালি বউ আর তাঁর 'মাচো মস্তানা' বর। বিয়ের পর এখন 'অন দ্য রকস' বিপস-করণের হানিমুন। মলদ্বীপে হানিমুন কাটাচ্ছেন বলিউডের নতুন 'কাপল'। নিজেরা তো ভালো কাটাচ্ছেনই, ভক্তদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন সেই আনন্দ। ইন্সটাগ্রামে রোজ নতুন নতুন ছবি।

মাঙ্কি-মুনে নতুন বউ বিকিনিতে, বর সিক্স প্যাকে

ওয়েব ডেস্ক: বিয়েবাড়ি মিটে গিয়েছে প্রায় ১৫ দিন হল। কিন্তু বলিউডে সে বিয়ের রেশ যেন কাটছেই না। রোজই খবরে বাঙালি বউ আর তাঁর 'মাচো মস্তানা' বর। বিয়ের পর এখন 'অন দ্য রকস' বিপস-করণের হানিমুন। মলদ্বীপে হানিমুন কাটাচ্ছেন বলিউডের নতুন 'কাপল'। নিজেরা তো ভালো কাটাচ্ছেনই, ভক্তদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন সেই আনন্দ। ইন্সটাগ্রামে রোজ নতুন নতুন ছবি।

এবার বাঙালি বধূর নতুন অবতার 'বিকিনি উইথ শাঁখা-পলা'। মাথায় বড় হ্যাট। তবে শুধু নিজের ছবি নয়, পোস্ট করছেন হাব্বির ছবিও। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ধুমধাম করে গাঁটছড়া বাঁধেন বিপাশা ও করণ সিং গ্রোভার। বিপাশা্র প্রথম বার হলেও জেনিফার উইঙ্গেট ও শ্রদ্ধা নিগমকে ত্যাগ দিয়ে এই নিয়ে তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন করণ।

 

 

A photo posted by bipashabasu (@bipashabasu) on

Read More