নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হলেও, প্রধানমন্ত্রীর সঙ্গে বলিউড তারকাদের যে সৌজন্যমূলক আলোচনা হয়, সেখানে কেন দেখা যায়নি এসএসআরকে? এবার এমনই প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন : সুশান্তের মৃত্য়ুর এক মাস পূর্ণ, প্রিয় মানুষের স্মৃতিতে প্রথম পোস্ট অঙ্কিতার
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক মাস পূর্ণ হল মঙ্গলবার। এসএসআর-এর মৃত্যুর পর এক মাস পূর্ণ হতেই এার ফের তাঁর আত্মহত্যা নিয়ে একাদিক প্রশ্ন তুলতে শুরু করেন রূপা। প্রধানমন্ত্রীর সঙ্গে বি টাউনের তারকা, পরিচালকদের যে সৌজন্যমূলক বৈঠক হয়, সেখানে কেন সুশান্তকে দেখা যায়নি বলে প্রশ্ন তোলেন রূপা।
আরও পড়ুন : রুক্মিনীর জন্য কবিতা লিখে 'ট্রোলড'! পালটা ভালবাসা জানিয়ে ভক্তদের হৃদয় জিতে নিলেন দেব
শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে অভিনেতা, পরিচালকদের ওই বৈঠকের আয়োজন কে করেন বলেও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে কারা কারা দেখা করতে যাবেন, সেই তালিকা কে তৈরি করেছিলেন বলেও প্রশ্ন তোলেন রূপা।
আরও পড়ুন : সুশান্তের মৃত্যর তদন্তে বড় আপডেট : অভিনেতার দিদি, রাঁধুনিকে ফের জিজ্ঞাসাবাদ করবে পুলিস
Hon'ble PM met artist from Bollywood how many times between December 2018 and January 2019 ?
— Roopa Ganguly (@RoopaSpeaks) July 14, 2020
Was #sushant there?#cbiforsushant #CBIMustForShushnat #JusticeForSushant #CBIForSonOfBihar @CMOMaharashtra @AmitShah @narendramodiWho organized and coordinated such meets between our Hon'ble PM and a list of personalities from #Bollywood ?
— Roopa Ganguly (@RoopaSpeaks) July 14, 2020
Meeting the Hon'ble PM requires procedures and I'm sure a brilliant mind like him wasn't left out. Who organized this list?#cbiforsushant #SushantSinghRajput@AmitShahWhy are there no #pictures of #sushant in these meets? Did media leave him out or was too shy to be photographed?#cbiforsushant #SushantSinghRajput@CMOMaharashtra @AmitShah @narendramodi
— Roopa Ganguly (@RoopaSpeaks) July 14, 2020
Our Hon'ble PM is always interested in meeting #brilliant #futuristic minds. This is a footage of his oath taking ceremony where #sushant is present#cbiforsushant #SushantSinghRajput @CMOMaharashtra @AmitShah @narendramodi pic.twitter.com/QuaJVJ2uYs
— Roopa Ganguly (@RoopaSpeaks) July 14, 2020
এসবের পাশাপাশি সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলেও দাবি করতে শুরু করেন রূপা গঙ্গোপাধ্য়ায়। রূপার পাশপাশি সুশান্তের মৃত্য়ুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হোক বলে দাবি জানান প্রয়াত অভিনেতার অনুগামীরাও।