জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'মন্নতহীন' শাহরুখ ! বলিউডের বাদশা কী গৃহত্যাগী হলেন? জন্মদিনের সকালে যে বাড়ির ছাদ থেকে হাত নাড়েন কিং খান প্রতি বছর, যে বাড়ির সামনে লক্ষ-কোটি ভক্ত, দর্শক, প্রতি বছর তার জন্মদিনে ভিড় করে, যে বাড়ি থুড়ি প্রাসাদ, দেখতে সারা বছর আসে ভক্তরা-- 'মন্নত' সেই আবেগ। একবার সে বাড়ির সামনে দাঁড়িয়ে ফটো না তুললে, তার ভক্তদের জীবন সার্থক হয় না-- সেই বাড়ি অর্থাৎ মন্নত হারাতে হচ্ছে শাহরুখকে? কী এমন হল যে সাধের মন্নত ছেড়ে চলে যেতে হচ্ছে শাহরুখকে? আর কি জন্মদিনের সকালে সেখানে দাঁড়িয়ে হাত নাড়বেন না তিনি? হাজার হাজার ভক্তকে নিরাশ করে এবার কি শাহরুখ চলে যাচ্ছেন? তীর্থস্থানের মত যারা মন্নত দেখতে আসেন, হাজার হাজার সিকিউরিটিগার্ড আর নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনে থাকা বাদশা এবং তার মন্নত কি এবার তার জৌলুস হারাতে চলেছে?
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
খবর সেরকমই। 'মন্নত' ছেড়ে এক নতুন ফ্ল্যাটে সপরিবারে চলে যাচ্ছেন শাহরুখ। মন্নত কি তাঁর জন্য তাহলে আর পয়া নয়? কিন্তু শাহরুখের হিট ফ্লপের সব হিসেব জানে এই মন্নত। এক অর্থে এই মন্নত পূরণ করেছিল শাহরুখের সমস্ত 'মন্নত।' এই বাড়ির অন্দরসজ্জা স্বয়ং শাহরুখ পত্নী নিজের হাতে করেছিলেন। তিল তিল করে সাজানো এই বাংলো-বাড়ি অবশেষে ছাড়ছেন শাহরুখ। তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাহামকে নিয়েই চলে যাচ্ছেন শাহরুখ এবং গৌরী খান।
মুম্বই-এর পালি হিল এলাকায় মাসিক ২৪ লক্ষ টাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিচ্ছেন শাহরুখ। কিন্তু বলিউডের বাদশা নিজের বাড়ি থাকতে, ভাড়ার ফ্ল্যাটে কেন? এই খবর শুনে যখন অনেকেই হতাশ এবং অবাক, তখন জানা গেল, শাহরুখের স্বপ্নের মন্নতকে আরও নতুনভাবে সাজানোর পরিকল্পনা করার জন্যই, সংস্কারের কাজ হবে এই প্রাসাদে। আর সে সময় মন্নতে থাকা যাবে না। সংস্কারের কাজ সম্পন্ন হলে সেই ফ্ল্যাট থেকে আবার মন্নতেই ফিরে আসবেন শাহরুখ সপরিবারে। এই প্রাসাদ সংস্কারের জন্য সরকারের অনুমতি দরকার। দু'বছরের জন্য ২৪ লক্ষ টাকার ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন শাহরুখ। কারণ মান্নাত সংস্কার করতে দু বছর সময় লাগবে। মান্নত এখন গ্রেট থ্রি হেরিটেজ স্ট্যাটাস তকমা পেয়েছে। বান্দার পালি হিল এলাকার 'পূজা কাসা' রাজকীয় ফ্ল্যাটে শাহরুখ আপাততঃ থাকবেন। এই ফ্ল্যাটের মালিক প্রযোজক বাসু বাগনানির ছেলে জ্যাকি বাগনানি এবং পূজা দেশমুখ। দুটি ডুপ্লেক্সের একটি বিশাল জায়গা জুড়ে এই ফ্ল্যাটের, একতলা দো'তলা এবং সাত ও আটতলা জুড়েই থাকবেন শাহরুখ। সঙ্গে থাকবেন তাঁর বিশাল নিরাপত্তারক্ষীবাহিনী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)