জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় টিভি অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ তাঁর অভিনয় এবং স্টাইল দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। কখনও সোনাক্ষীর চরিত্রে, কখনও প্রেরণার চরিত্রে, এরিকা প্রতিবারই তাঁর চরিত্র দিয়ে মানুষের মন জয় করেছেন। কিন্তু গত কিছু সময় ধরে, এরিকা ফার্নান্ডেজ অভিনয় থেকে বিরতি নিয়েছেন এবং তিনি দুবাইয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে, এরিকা ফার্নান্ডেজ সর্বদা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকেন। সম্প্রতি, এরিকা ফার্নান্দেজ একটি পডকাস্টের অংশ হয়েছিলেন, যেখানে তিনি বিনোদন জগতের অন্ধকার দিকটি তুলে ধরেন। এরিকা ফার্নান্ডেজ কাস্টিং কাউচ সম্পর্কেও অনেক কিছু জানিয়েছেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এরিকা ফার্নান্ডেজ বিনোদন জগতের কিছু অন্ধকার দিক সম্পর্কে বলেন, “এখানে অভিনেতা হওয়া যথেষ্ট নয়। মানুষ মনে করে যে এই জগতটি খুবই মজাদার এবং গ্ল্যামারে পরিপূর্ণ। কিন্তু দুঃখিত,এটি খুবই অন্তঃসারশূন্য একটি জগত। বাইরে থেকে এটি দেখতে চকচকে, কিন্তু ভেতরে কাউকে খুঁজে পাবেন না। আপনি একাকী বোধ করবেন। ভালো মানুষ খুব কমই আছে। ইন্ডাস্ট্রিতে থাকাকালীন, আমি বুঝতে পেরেছি যে একজন মানুষ সামনে আলাদা এবং পিছনে আলাদা। অনেকবার এমন হয়েছে যখন আমার মনে হয়েছিল যে আমার কাজের সুযোগ আসছে, কিন্তু শেষ মুহূর্তে পথ বদলে গেছে।”
আরও পড়ুন- Dino Morea: 'আমিই বিপাশাকে ছেড়ে গিয়েছিলাম, ওকে কষ্ট দিয়েছি', বিচ্ছেদের ২৩ বছর পর আক্ষেপ ডিনোর!
এরিকা ফার্নান্ডেজ বিনোদন জগতে প্রচলিত কাস্টিং কাউচ সম্পর্কেও অনেক কথা বলেছেন। অভিনেত্রী বলেন, "এটা নির্ভর করে মানুষ কতদূর যেতে চায় এবং কী অর্জন করতে চায় তার উপর। অনেকেই আছেন যারা পরোয়া করেন না। যদি তারা কিছু চান, তবে তারা কোনও সীমা দেখেন না। তারা তা পেতে প্রতিটি সীমা অতিক্রম করেন। যে মূল্য দিতে হয় তা অনেক বেশি। এটি একটি খুব সহজ পথ যা বেশিক্ষণ স্থায়ী হয় না। অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে লোকেরা আলোচনা করে যে তারা এই 'পথ' গ্রহণ করেছে।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)