নিজস্ব প্রতিবেদন: ২০১১ সালের পর ২০১৯, এতবছর পর ফের বাংলা ছবির জন্য গান গাইলেন বলিউডের গায়ক কেকে অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নাথ। সৌজন্যে দেবের ছবি পাসওয়ার্ড। স্যাভির সঙ্গীত পরিচালনার 'অ্যায় খুদা' গানটি রেকর্ড করলেন কেকে। গানটি লিখেছেন সোহম মজুমদার। গান রেকর্ডিংয়ের পর স্টুডিওতে কেকের সঙ্গে ছবি পোস্ট করেছেন স্যাভি গুপ্তা নিজেই।
আরও পড়ুন-সৌমিত্র নন এবার অপুর ভূমিকায় বাংলাদেশের শুভ, অপর্ণা দিতিপ্রিয়া
প্রসঙ্গত, কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'পাসওয়ার্ড' ছবির বিষয়বস্তু ইন্টারনেট দুনিয়ার অন্ধকারদিক। এই ছবিতে দেব-রুক্মনী মৈত্র জুটি ছাড়াও দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দামের মতো অভিনেতা-অভিনেত্রীকে। পাশাপাশি থাকছেন আদৃত রায়ের মতো নবাগতা অভিনেতাও। এর আগে নূরজাহান-২, প্রেম আমার-২ এ অভিনয় করেছেন আদৃত। ডার্ক ওয়েবের উপর এমন ছবি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর আগে হয়েছে বলে মনে পড়ে না।
এবছর পূজোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে দেব-এর পাসওয়ার্ড। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির শ্যুটিং।
আরও পড়ুন-বলিউডে এই প্রথম, #MeToo ঠেকাতে 'ইন্টিমেসি সুপারভাইজার' নিয়োগ করলেন পরিচালক