Home> বিনোদন
Advertisement

টুইটারে ভালবাসা উদযাপনে বলিউড

ভ্যালেন্টাইনস ডে। ভালবাসার উদযাপন। গোটা দেশের সঙ্গে বলিউডও মাতল সেই উদযাপনে। টুইটার জুড়ে আজ শুধুই ভালবাসার বার্তা। কী লিখলেন বি টাউন সেলেবরা?

টুইটারে ভালবাসা উদযাপনে বলিউড

ওয়েব ডেস্ক: ভ্যালেন্টাইনস ডে। ভালবাসার উদযাপন। গোটা দেশের সঙ্গে বলিউডও মাতল সেই উদযাপনে। টুইটার জুড়ে আজ শুধুই ভালবাসার বার্তা। কী লিখলেন বি টাউন সেলেবরা?

প্রিয়াঙ্কা চোপড়া-টুইটারের সকলকে!!! আমাকে বলা হয়েছিল...কাউকে ভালবাসতে কোনও দিন লাগে না...ভালবাসার মানুষদের আমরা সবসময় গতকালের থেকে বেশি ভালবাসি...হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।

বিশাল দদলানি-আমি শুধু হিন্দু মহাসভাকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে জানাতে চাই। ওহ, মনিকা বেলুচ্চিকেও, আই লভ ইউ!

করণ জোহর-প্রিয় ভালবাসা...হৃদয় বিশাল বড় হোক...#হ্যাপিভ্যালেন্টাইনসডে।

রাজকুমার রাও-'ভালবাসা' পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস। সকলকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। ভালবাসুন, শান্তি থাকুক, খুশি থাকুন।

শিরিষ কুন্দর-আমার কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলাম। হিন্দু মহাসভা আমাদের বিয়ে দিয়েছে। আপনাদের আশীর্বাদ চাই। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে!

আলিয়া ভট-হ্যাপি ভ্যালেন্টাইনস ডে!!! @maybellineindia তে নিজের ভ্যালেন্টাইনস ডে সেলফি পোস্ট করুন ও তাদের কভার ফটোতে আমার সঙ্গে ফিচার করুন!#TurnUpTheLove

অনুপম খের-এতটুকু আশা থেকে জন্ম নিতে পারে ভালবাসা। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে:)

সিদ্ধার্থ মলহোত্রা-হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। অনেক ভালবাসা। আর আজকে আমার উপহার আমার প্রথম রোম্যান্টিক থ্রিলার #EKVILLAIN..আজ রাত ৮টায় স্টার গোল্ড ইন্ডিয়াতে।

মল্লিকা শেরওয়াত-হ্যাপি ভ্যালেন্টাইনস ডে বলা যাবে নাকি আমি গ্রেফতার হয়ে যাবো!

অনুরাগ বসু-যাদের ভ্যালেন্টাইনস ডে উদযাপনের কেউ নেই তারাই ভালবাসার দিন উপেক্ষা করে#হ্যাপি ভ্যালেন্টাইনস ডে

পুনিত মলহোত্রা-আমি সত্যি ভালবাসার দিনে বিশ্বাস করি না...তাও হ্যাপি ভ্যালেন্টাইনস ডে:)আর বিশেষ করে সেইসব বিজ্ঞদের যারা তরণ প্রজন্মের এই দিন উদযাপনে বাধা দেয়:)

অর্জুন রামপাল-সকলকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। সকলকে ভালবাসি, সকলে ভালবাসুন। রয় ছবির সাফল্যের জন্য ধন্যবাদ। খুব খুশি #রকরয়।

নীল নীতিন মুকেশ-সকলকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে!! ভালবাসতে থাকুন।

নিমরত কউর-ভালবাসা ও পৃথিবীর সব সুন্দর জিনিসের জন্য উত্‍সর্গ করা একটা দিন। সকলের জন্য সুন্দর হোক এই দিন। সকলকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে...

মিকা সিং-হ্যাপি ভ্যালেন্টাইনস ডে...

রোহিত রয়-সকলকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে...সকলের জীবন ভালবাসা ও খুশিতে ভরে উঠুক...

প্রীতি জিন্টা-টুইটারের সকল বন্ধুকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। শুধু বলতে চাই-হৃদয় ভালবাসায় হৃদয় ভরে উঠুক

আফতাব শিবদাসানি-আমার ভালবাসাকে শুভেচ্ছা...ভালবাসায় থাকুন, নিজের সঙ্গে থাকুন

সোফি চৌধুরি-সকলের আগে নিজেকে ভালবাসুন, সম্মান করুন...তাহলেই যেমন ভালবাসা চাইছেন তা পাবেন!#সকলকে হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।

অনুভব সিনহা-দিল্লিকে হ্যাপি ভ্যালেন্টাইস ডে!!! কী অসাধারণ ভ্যালেন্টাইন পেলেন আপনারা:-)

 

 

 

 

 

Read More