নিজস্ব প্রতিবেদন : 'লভ জিহাদ'-এর অভিযোগে এবার বয়কট নেটফ্লিক্সের ডাক উঠল নেট দুনিয়ায়। এর আগে 'লভ জিহাদ'-এর অভিযোগে বিতর্কে জড়িয়েছিল 'তানিশক'-এর বিজ্ঞাপন, 'বিগ বস ১৪'-শো। এবার একইভাবে 'লভ জিহাদ'কে পশ্রয় দেওয়ার অভিযোগ উঠছে মীরা নায়ারের ওয়েব সিরিজ 'অ্যা সুইটেবল বয়'-এর বিরুদ্ধে। এই ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে সম্প্রচারিত হচ্ছে।
কেন এমন অভিযোগ?
ওয়েব সিরিজের একটি দৃশ্যে দেখা গিয়েছে মন্দির চত্ত্বরে এক হিন্দু যুবতীকে চুম্বন করছে এক মুসলিম যুবক। যে দৃশ্যটি শ্রীরামের আরতির সময় দেখানো হয়েছে। আর এতেই চটেছেন নেটিজেনদের একাংশ। নেটদুনিয়ায় #BoycottNetflix ট্রেন্ড করতে শুরু করে। ইতিমধ্যেই বিজেপি নেতা গৌরব তিওয়ারি মধ্যপ্রদেশের রেভাতে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন-এজাজ-পবিত্রর চুম্বন ঘিরে আপত্তি, বিগ বস ১৪ এর বিরুদ্ধে লভ জিহাদের অভিযোগ কারণি সেনার
अपने ‘A Suitable Boy’ कार्यक्रम में @NetflixIndia ने एक ही एपिसोड में तीन बार मंदिर प्रांगण में चुंबन दृश्य फ़िल्माए। पटकथा के अनुसार मुस्लिम युवक को हिंदू महिला प्रेम करती है, पर सभी किसिंग सीन मंदिर प्रांगण में क्यूँ शूट किए गए?
— Gaurav Tiwari (@adolitics) November 21, 2020
मैने रीवा में इस मामले पर FIR दर्ज करा दी है। pic.twitter.com/RcwuPDDME2
एक #ओटीटी_मीडिया_प्लेटफॉर्म पर "A Suitable Boy" नामक फ़िल्म जारी की गई है। इसमें बेहद आपत्तिजनक दृश्य दिखाए गए हैं जो एक धर्म विशेष की भावनाओं को आहत करते हैं। मैंने पुलिस अधिकारियों को इस विवादास्पद कंटेंट का परीक्षण कराने को निर्देशित किया है। pic.twitter.com/oYSiizJxCQ
— Dr Narottam Mishra (@drnarottammisra) November 22, 2020
If any OTT platform is delibrately insulting the Hindu Gods & Goddess, pls file the complaint with the police or local court under Section 295A of IPC. The law will take care of such offenders.
— Gaurav Goel (@goelgauravbjp) November 22, 2020
In case of any assistance you can contact me or @chakusameer#BoycottNetflix
Shame On You Netflix #BoycottNetflix https://t.co/q7jTaQlbLi
— Narendra Kumar Chawla (@NarenderChawla1) November 22, 2020
'অ্যা সুইটেবল বয়' ওয়েবসিরিজটি ১৯৯৩ সালে বিক্রম শেঠের লেখা একটি উপন্যাস অবলম্বনে নির্মিত। যেটা ১৯৫১ সালের ভারতের পটভূমির উপর লেখা হয়েছিল। গল্পে এক সাহিত্যের ছাত্রী লতার জীবনের গল্প উঠে এসেছে। যেখানে লতা তাঁর পরিবারের প্রতি কর্তব্য ও রোম্যান্সের প্রতিশ্রুতি পালন, দুইয়ের মধ্যে দোলাচলে পড়ে যায় দেখা যায়, তিন যুবক লতার মন জিতে নেওয়ার চেষ্টা করে। যদিও লতার মা চায়, সে তাঁর স্বামীকেই বেছে নিক।
'অ্যা সুইটেবল বয়' ওয়েব সিরিজে অভিনয় করেছে, তব্বু, ঈশান খট্টর, তানয়া মানিকটলা।