Home> বিনোদন
Advertisement

আপনি কি জানেন, 'ওম শান্তি ওম'-র জন্য দীপিকার নাম প্রস্তাব করেছিলেন কে?

আপনি কি জানেন, 'ওম শান্তি ওম'-র জন্য দীপিকার নাম প্রস্তাব করেছিলেন কে?

ওয়েব ডেস্ক: এই মুহূর্তে বলিউড অভিনেত্রীদের মধ্যে সবথেকে বেশি টাকা পারিশ্রমিক নেন তিনি। দীপিকা পাড়ুকোন। অবশ্য, তিনি তো এখন আর শুধুই বলিউড তারকা নন, হলিউড তারকাও বটে। শাহরুখ খান, অমিতাভ বচ্চনদের পাশাপাশি এখন তাঁর সহকর্মী ভিন ডিজেলও। বলিউড ফিল্মে দীপিকার ডেবু হয়েছিল 'ওম শান্তি ওম' ফিল্ম দিয়ে, এটা তো সবাই জানেন। কিন্তু, জানেন কি, 'ওম শান্তি ওম' ফিল্মের জন্য দীপিকার নাম প্রস্তাব কে করেছিলেন ফারহা খানের কাছে? শুনলে চমকে যাবেন।

আরও পড়ুন মার খেতে হল সঞ্জয় দত্তকে?

মিস মালিনি ডট কমের খবর অনুযায়ী, হিমেশ রেশমিয়ার মিউজিক ভিডিও 'নাম হ্যায় তেরা'-র অনেক আগেই দীপিকা পাড়ুকোনের মধ্যে তারকা হওয়ার মশলা খুঁজে পেয়েছিলেন মালাইকা অরোরা! ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডরিক্স একটি ম্যাগাজিনে সাক্ষাত্কার দিতে গিয়ে এই ঘটনার কথা বলেছেন। তিনি বলেছেন, 'ফারহা খান আমার বন্ধু মালাইকা অরোরাকে বলেছিল, শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার জন্য একজন উঠতি মডেলের খোঁজ দিতে। সেই সময় ফিল্মের নামও ঠিক হয়নি। তখন বছর দুয়েক হল মডেলিং করছে দীপিকা। আমি মালাইকাকে, দীপিকার কথা বলি। মালাইকা, ফারহা খানকে বলে। তারপরই স্ক্রিন টেস্ট হয়। আর এরপর বাকিটা তো ইতিহাস!' এবার আপনিও দীপিকার গল্প শুনে রোমাঞ্চিত বোধহয়?

আরও পড়ুন  আদিত্যর 'অত্যাচার'-এর কথা বলতেই 'পাগল' হয়ে গেলেন কঙ্গনা?

Read More