Home> বিনোদন
Advertisement

ওইটুকু পোশাক কেন পরেছেন? কান-এ হাজির হয়ে আক্রমণের মুখে কঙ্গনা

আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে হাজির হয়ে কখনও রেট্রো লুক নিয়েছেন তিনি, আবার কখনও ‘স্ট্রিট স্টাইল লুকে মাতিয়েছেন। সবকিছু মিলিয়ে বলিউড কুইন-এর মত করে কান-এও যেন একেবারে অন্যরকম জায়গা করে নেন কঙ্গনা।

ওইটুকু পোশাক কেন পরেছেন? কান-এ হাজির হয়ে আক্রমণের মুখে কঙ্গনা

নিজস্ব প্রতিবেদন : প্রথম বার কান-এর রেড কার্পেটে হাজির হয়েছেন তিনি। আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে হাজির হয়ে কখনও রেট্রো লুক নিয়েছেন তিনি, আবার কখনও ‘স্ট্রিট স্টাইল লুকে মাতিয়েছেন। সবকিছু মিলিয়ে বলিউড কুইন-এর মত করে কান-এও যেন একেবারে অন্যরকম জায়গা করে নেন কঙ্গনা। কিন্তু, ‘স্ট্রিট স্টাইল লুকের জন্য কঙ্গনাকে এবার আক্রমণ করা হল, জানেন?

আরও পড়ুন : রিসেপশনে কাছাকাছি এলেন রাজ-শুভশ্রী

‘মনিকর্ণিকা’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল লক্ষ্য করলে দেখতে পাবেন, কানের স্ট্রিট স্টাইল লুকের জন্য তাঁকে রীতিমত আক্রমণ করা হয়েছে। পাশাপাশি ‘ওইটুকু’ পোশাক কেন গায়ে রেহেছেন বলে প্রশ্ন তুলেও কঙ্গনাকে আক্রমণ করা হয়। যদিও, কঙ্গনা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। মুখে কুলুপ এঁটেই রয়েছেন।

আরও পড়ুন : মায়াবী আলোর ছটা, নাচছেন করিনা

দেখুন কঙ্গনার কানের সেই লুক..

fallbacks

শুধু কঙ্গনা নন, কানে হেঁটে সমালোচনার মুখে পড়েছেন দীপিকা পাডুকনও।পিঙ্ক গাউন পরে, দীপিকাকে ডাইনোসর-এর মত লাগছে বলেও করা হয় কটাক্ষ।   

     

 
Read More