Home> বিনোদন
Advertisement

হঠাৎই মঞ্চ থেকে ঝাঁপ দিলেন রণবীর, তারপর? দেখুন কী কাণ্ড...

 রণবীর যা করলেন তা দেখলে যে কেউ ঘাবড়ে যাবেন।

হঠাৎই মঞ্চ থেকে ঝাঁপ দিলেন রণবীর, তারপর? দেখুন কী কাণ্ড...

নিজস্ব প্রতিবেদন: রণবীর সিংয়ের পাগলামোর জুরি মেলা ভার। একথা মানতেই হচ্ছে। যে কোনও অনুষ্ঠানে, রাস্তা-ঘাটে রণবীরের পাগলামোর সাক্ষী থাকেন অনেক ভক্তই। তবে সম্প্রতি 'গলি বয়'-এর প্রমোশনে রণবীর যা করলেন তা দেখলে যে কেউ ঘাবড়ে যাবেন।

সম্প্রতি তাঁর আগামী ছবি 'গলি বয়'-এর প্রমোশনে মুম্বইয়ের এক শপিং মলে হাজির ছিলেন রণবীর। সেখানেও র‌্যাপ গাইতে শুরু করেন। রণবীরকে একটি বার চোখের দেখা দেখতে তাঁকে দেখতে সেখানে হাজির ছিলেন বহু ভক্ত। সকলেই রণবীরকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। হঠাৎ কাউকে কিছু না জানিয়েই ফ্যানদের উপর ঝাঁপিয়ে পড়লেন রণবীর। ভক্তরাও তাঁকে ধরে ফেলেন, তা নাহলে যে কী ঘটত! ঝাঁপ দেওয়ার পর কিছুক্ষণ ভক্তদের হাতে হাতেই সাঁতার কাটতে লাগলেন রণবীর।

আরও পড়ুন- সে কী কথা! রণবীরকে ভালোবেসে সমকামী হতেও তৈরি রাজকুমার?

দেখুন রণবীর কী করলেন...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

লাফিয়ে পড়ার পর ফের মঞ্চে উঠে রণবীরের কাণ্ডকারখানা দেখে পাপারাৎজিরা ভেবেছিলেন, তিনি বোধহয় ফের ঝাঁপিয়ে পড়বেন, যাইহোক, দ্বিতীবার তেমনটা হল না, এইবারটা শুধুই র‌্যাপ গেয়েই খান্ত থাকলেন। 

আরও পড়ুন-ক্যান্সারের কাছে হার না মানার মন্ত্র শেখালেন তাহিরা, পোস্ট করলেন টপলেস ছবি...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

রণবীরের সঙ্গে ছবি তোলার জন্যও ভক্তদের মধ্যে কাড়াকাড়ি পরে যায়।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, 'গলি বয়' ছবি একজন র‌্যাপারের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে আলিয়া ভাটকে। আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। 

আরও পড়ুন-গান গাইতে গিয়ে অভব্যতার শিকার, পুলিসের দ্বারস্থ ইমন

Read More