Home> বিনোদন
Advertisement

পাকা দাড়ি, গোলগাল চেহারার আমিরকে দেখে এখন চেনাই দায়

বদলে গিয়েছেন আমির খান। ধুম থ্রি-র সেই ম্যাচো হিরো, পিকে-র সেই কলেজ বয় মার্কা লুক ঝেড়ে ফেলে আমির এখন পেশাদার কুস্তিগীরের ভূমিকায়। দঙ্গল সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের ওজন এখন ৯০ কিলো ছাড়িয়েছে। গালে পাকা দাড়ি, আটোসাটো চেহারার আমির খানকে এক নজরে দেখে চেনাই যাচ্ছে না।

পাকা দাড়ি, গোলগাল চেহারার আমিরকে দেখে এখন চেনাই দায়

ওয়েব ডেস্ক: বদলে গিয়েছেন আমির খান। ধুম থ্রি-র সেই ম্যাচো হিরো, পিকে-র সেই কলেজ বয় মার্কা লুক ঝেড়ে ফেলে আমির এখন পেশাদার কুস্তিগীরের ভূমিকায়। দঙ্গল সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমিরের ওজন এখন ৯০ কিলো ছাড়িয়েছে। গালে পাকা দাড়ি, আটোসাটো চেহারার আমির খানকে এক নজরে দেখে চেনাই যাচ্ছে না।

 

'দঙ্গল' সিনেমার কাজে নিয়ে এতটাই সিরিয়াস আমির যে নিজের চরিত্রের জন্যে স্বভাব, কথাবার্তাতেও পরিবর্তন এনেছেন আমির। লক্ষ্য একটাই 'দঙ্গল'-এর মাধ্যমে বলিউডে ফের নতুন মাইলস্টোন তৈরি করা। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'বাজি'-র জন্য মেয়ে সেজেছিলেন। তারপর ২০০৫-এ মুক্তি পাওয়া মঙ্গল পান্ডে-র জন্য বড় গোঁফ রেখেছিলেন। গজনি-র জন্য শারীরিক কসরত করে তৈরি করেছিলেন সিক্স প্যাকস অ্যাব। পিকে-র জন্য আবার ওজন অনেকটা কমিয়েছিলেন।

Read More