Home> বিনোদন
Advertisement

'সুলতান' সলমনকে এড়িয়ে 'কাবিল' হৃতিকের মুখে 'রইস' শাহরুখ

সলমন খানের 'সুলতান'-এর সঙ্গে টক্করে জেতে রাজি হননি। তাই শাহরুখ খানের সিনেমা 'রইস'-এর রিলিজ ডেট পিছিয়ে আগামী বছর ২৬ জানুয়ারি করা হচ্ছে। কিন্তু বলিউডে কেউই ফাঁকা গোল পান না। তিনি যতই শাহরুখ খান হোন না কেন। ২৬ জানুয়ারি 'রইস' শাহরুখকে চ্যালেঞ্জ নিয়ে ওই একই দিনে প্রজাতন্ত্র দিবসে রিলিজ করছে হৃতিক রোশনের 'কাবিল'।  

'সুলতান' সলমনকে এড়িয়ে 'কাবিল' হৃতিকের মুখে 'রইস' শাহরুখ

ওয়েব ডেস্ক: সলমন খানের 'সুলতান'-এর সঙ্গে টক্করে জেতে রাজি হননি। তাই শাহরুখ খানের সিনেমা 'রইস'-এর রিলিজ ডেট পিছিয়ে আগামী বছর ২৬ জানুয়ারি করা হচ্ছে। কিন্তু বলিউডে কেউই ফাঁকা গোল পান না। তিনি যতই শাহরুখ খান হোন না কেন। ২৬ জানুয়ারি 'রইস' শাহরুখকে চ্যালেঞ্জ নিয়ে ওই একই দিনে প্রজাতন্ত্র দিবসে রিলিজ করছে হৃতিক রোশনের 'কাবিল'।  

সঞ্জয় গুপ্তা পরিচালিত কাবিল-এর শ্যুটিংয়ের কাজ শেষের মুখে। ছবির মোশন গতকাল রাতে প্রকাশিত হয়। তখনই জানানো হয় ২৬ জানুয়ারিই রিলিজ করতে চলেছে হৃতিক-ইয়ামি গৌতমের এই সিনেমা। 'কাবিল' ছবির কাহিনি এখনো পর্যন্ত গোপন রাখা হয়েছে।

কাবিলের মোশন পোস্টার---

 

Read More