Home> বিনোদন
Advertisement

ভয়াবহ পথ দুর্ঘটনার মুখোমুখি অভিনেত্রী খুশবু, দুমড়ে মুচড়ে গেল গাড়ি

ট্যাঙ্কারের ধাক্কায় অভিনেত্রীর গাড়িটি একেবারেই দুমড়ে-মুচড়ে যায়। 

 ভয়াবহ পথ দুর্ঘটনার মুখোমুখি অভিনেত্রী খুশবু, দুমড়ে মুচড়ে গেল গাড়ি

নিজস্ব প্রতিবেদন : ভয়াবহ পথ দুর্ঘটনার মুখোমুখি দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর। অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব খুশবু। দুর্ঘটনাটি ঘটে, বুধবার, সকাল ৯.৩০ নাগাদ, চেন্নাই-ত্রিচি জাতীয় সড়কে। পিছন থেকে আসা একটি ট্যাঙ্কারের ধাক্কায় অভিনেত্রীর গাড়িটি একেবারেই দুমড়ে-মুচড়ে যায়। তবে অভিনেত্রী অক্ষত অবস্থাতেই রয়েছেন। 

দুর্ঘটনার কথা নিজেই টুইট করে জানান অভিনেত্রী খুশবু সুন্দর। তিনি টুইটে লেখেন, ''মেলমারুভাথুরের কাছে দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। একটি ট্যাঙ্কার আমাদের গাড়ির মধ্যে ঢুকে পড়ে। আপনাদের আশীর্বাদে এবং ঈশ্বরের কৃপায় আমরা নিরাপদে আছি। আমরা কুডলোরের উদ্দেশ্যে আমাদের ভেত্রীভেলযাত্রা জারি রাখব। পুলিস পুরো বিষয়টার তদন্ত করছে। লর্ড মুরুগান আমাদের বাঁচিয়েছেন। তাঁর উপর আমার স্বামীর বিশ্বাস প্রমাণিত হল।''

আরও পড়ুন-করোনা আক্রান্ত সুদীপ্তা চক্রবর্তী, কেমন আছেন অভিনেত্রী?

আরও একটি টুইটে খুশবু সুন্দর লেখেন, ''সংবাদমাধ্যমকে অনুরোধ করছি, এটা বুঝতে হবে ট্যাঙ্কারটি আমার গাড়িতেই ধাক্কা মারে। অন্য কোথাও নয়। আর আমার গাড়িটি সঠিক পথেই যাচ্ছিল। পুলিস তদন্ত করছে। বিষয়টির মধ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।''

fallbacks

আরও পড়ুন-বাঁচাতে পারেননি নবজাতক সন্তানকে, World Prematurity Dayতে সে ঘটনার কথা জানালেন সেলিনা

প্রসঙ্গত, জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেত্রী খুশবু সুন্দর। গত মাসেই তিনি BJPতে যোগ দিয়েছেন। তার আগে অবশ্য খুশবু কংগ্রেস সদস্যা ছিলেন। প্রসঙ্গত, ভেত্রীভেলযাত্রা লর্ড মুরুগানের উদ্দেশ্যে ৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলছে। যদিও করোনার কারণে AIDMK সরকার এই যাত্রা বন্ধ রাখতে বললেও বিজেপি এই যাত্রা চালু রাখার পক্ষপাতী।

Read More