জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমির খানের দঙ্গলের কথা প্রায় সবারই মনে আছে। ছবিতে জুনিয়র গীতা ফোগাট এবং ববিতা ফোগাটের চরিত্রে অভিনয় করেছিল জায়রা ওয়াসিম এবং সুহানি ভাটনগর। তাঁদের অভিনয় সকলের মন কেড়েছিল। তবে আজ সেই সব অনুরাগীদের জন্য একটা কালো দিন। মাত্র ১৯ বছর বয়সে মারা গেলেন জুনিয়র 'গীতা' অর্থাৎ সুহানি।
আরও পড়ুন: Kanchan Mullick: অবশেষে ডিভোর্স কাঞ্চন-পিঙ্কির! তবে কী এই বছরই ফের বিয়ে অভিনেতার?
কিছুদিন আগে দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। যার ফলে তাঁর পায়ের ফ্র্যাকচার হয়ে ছিল। সেই কারণেই বেশ কিছুদিন ধরে ওষুধ খাচ্ছিলেন তিনি। সেই ওষুধ খেয়েই পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে তাঁর শরীরে তরল জমতে শুরু করে। সেই কারণে বেশ কিছুদিন ধরে দিল্লিক এইমসে ভর্তি ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না।
তিনি ফরিদাবাদের ১৭ নম্বর সেক্টরে থাকতেন। ফরিদাবাদের সেক্টর ১৫-তে অজরোন্দা শ্মশানে তাঁকে দাহ করা হবে।
বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনও ছবি না দেখা গেলেও, দঙ্গল প্রচারের সময়, সুহানি তাঁর ইনস্টাগ্রামে প্রচুর ছবি শেয়ার করতেন। একটি ছবিতে, তাঁকে পরিচালক নীতেশ তিওয়ারি এবং অভিনেতা সানিয়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখের সাথে দেখা গেছে। তিনি ক্যাপশনে লিখেছেন, 'গীতা ববিতা জুনিয়র ববিতা এবং পরিচালক'। এছাড়াও সুহানি তাঁর ফিডে আমির খান এবং শঙ্কর মহাদেবনের সাথে একটি ইন-ফ্লাইট ছবি শেয়ার করেন।
আরও পড়ুন: Anjana Bhowmick Passes Away: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, মা হারালেন নীলাঞ্জনা-চন্দনা
দঙ্গলের পরে, সুহানি অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এবং তিনি তাঁর পড়াশোনায় মনোনিবেশ করতে চেয়েছিলেন। ছবিটিতে আমিরকে মহাবীর সিং ফোগাটের চরিত্রে দেখান, একজন অপেশাদার কুস্তিগীর যিনি তার কন্যা গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে ভারতের প্রথম বিশ্বমানের মহিলা কুস্তিগীর হওয়ার জন্য প্রশিক্ষণ দেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)