Home> বিনোদন
Advertisement

Darsheel Safary Interview: 'তারে জমিন পর আমার জীবনের বড় অংশ, ভালো অভিনেতা হতে গেলে ভালো মানুষ হওয়া জরুরি...'

Darsheel Safary: ছোটবেলায় না বুঝলেও বড় হয়ে জীবনবোধ বদলে দিয়েছে 'তারে জমিন পর'। আমিরের হাত ধরে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল ছোট্ট দর্শিল। সেই জনপ্রিয়তা কী বিপদে ফেলেছিল? 

Darsheel Safary Interview: 'তারে জমিন পর আমার জীবনের বড় অংশ, ভালো অভিনেতা হতে গেলে ভালো মানুষ হওয়া জরুরি...'

সৌমিতা মুখোপাধ্যায়

আমির খানের (Aamir Khan) বহু প্রশংসিত ছবি 'তারে জমিন পর'-এর হাত ধরে অভিনয়ে পা রাখেন দর্শিল সাফারি (Darsheel Safary)। এই ছবির হাত ধরেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে ছোট্ট দর্শিল। তবে সময় পেরিয়েছে ঝড়ে গতিতে। ছোট্ট দর্শিল এখন ইয়ং ম্যান। কাজ করছেন একাধিক সিরিজে। সম্প্রতি প্রাইম ভিডিয়োতে রিলিজ করেছে তাঁর নতুন সিরিজ গেমারলগ। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কতটা পরিণত হলেন দর্শিল? এখন তাঁর অভিনয় দেখে কী বলছেন তাঁর মেন্টর আমির খান? 

কেমন আছেন? 

দর্শিল: খুবই ভালো। প্রতিদিন সকালে হাসিমুখে উঠছি কারণ গেমারলোগ দর্শক পছন্দ করছে। ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। 

আর পাঁচটা সিরিজের থেকে কোথায় আলাদা 'গেমারলগ'? 

দর্শিল: আমি শুধু একটা বিষয় বলতে চাই। এটা শুধু স্ক্রিনে দেখা বা খেলা নয়। আপনি স্ক্রিনের পেছনে নন, আপনি একদম অভ্যন্তরে। আপনি এটাতেই বাঁচবেন। এটা জীবনের অংশ হয়ে যায়। এটা আসলে অ্যাকশন, স্টান্ট, গান, গেমিং, শুটিং, জাম্পিং, দুষ্টুমি আর মজার কাহিনি নিয়ে। লাইভ অ্যাকশনও আছে। আপনি শুধু দেখছেন না, আপনি এটা অনুভব করছেন, বাঁচছেন। আমি মনে করি এটা বেশ ইউনিক একটা বিষয়। অনেক মজা, অনেক দুষ্টুমি, অনেক উপভোগ এবং অনেক অ্যাকশন। কারণ গেমটা শুধু খেলা হচ্ছে না, এটায় মানুষ বাঁচছে। অনিশ্চয়তা আছে আবার জীবনের জয়গানও আছে।

এই গল্পে যেমন জীবনের অনিশ্চয়তা আছে, সেরকম একজন অভিনেতা হিসেবে আপনি অনিশ্চয়তা অনুভব করেন? 

দর্শিল: একদম ঠিক। আমি আপনাকে একটা মজার গল্প বলি। আমি যে চরিত্রে অভিনয় করছি সে ১৭ বছরের। আর তার প্রস্তুতির জন্য, আমি যখন ১৭ — আমি তখন কী করছিলাম? সেটাই ভাবছিলাম। ওই বয়সে আমি সিদ্ধান্ত নিই থিয়েটারে যোগ দেব। আমি ভাবি, আমি এটা সত্যি করেই করতে চাই, আমার অভিনয়, দক্ষতা সব নিজের করে নিতে চাই। কারণ আমার কোনো পেশাদার ট্রেনিং ছিল না। আমি তখন থিয়েটারে যোগ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি জানতাম না আগে কী হবে। ঠিক এরকমই হয়েছে এই সিরিজে আমার চরিত্র রঘুর সঙ্গে। 

আরও পড়ুন- Shilpa Shirodkar: কেরিয়ারের তুঙ্গে ব্যাংকারের সঙ্গে বিদেশে পালিয়ে বিয়ে, 'মনে হত দেওয়ালে মাথা ঠুকি'...অবসাদে শিল্পা!

থিয়েটারে আপনার কী হল? 

দর্শিল: আমার কোনও আনুষ্ঠানিক ট্রেনিং ছিল না, কোনও পেশাদার সহায়তা ছিল না। কেবল কিছু মানুষ —যারা আমাকে পেশাদার নাটকে নিয়ে গিয়েছিল, তারা সাহায্য করেছিল। রঘুর সঙ্গেও তাই হয়, ওকে ওর পরিবার সাপোর্ট করেনি কিন্তু ও ঘুরে দাঁড়ায়। এই কারণে আমি যখন ভেঙে পড়ি, তখন আমি রঘুর কথা মনে করি। 

আমির খানের ছবিতে ডেবিউ করেও বড় হওয়ার পর আপনাকে হিরোসুলভ সেরকম গ্ল্যামারাস চরিত্রে দেখলাম না। কেন? 

দর্শিল: থিয়েটারে জয়েন করার আগে আমার অভিনয় সম্পর্কে, কোন চরিত্রে অভিনয় করব, কোনটা করব না, কোনও ধারণা ছিল না। আমি যখন থিয়েটারে যাই, আমি খুব উত্তেজিত হই। আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। আমি আরও ভালোভাবে শিখতে চাই। এই মাঝের বনবাস আমার জন্য জরুরি ছিল। আমি কলকাতার কলামন্দিরেও পারফর্ম করেছি। কোন চরিত্রে অভিনয় করব, আর অভিনয় করব না, সেটা আমি শিখেছি থিয়েটারে আসার পর থেকে। 

'তারে জমিন পর' অনেকের জীবনদর্শন পাল্টে দেয়, আপনি যখন বড় হয়ে এই ছবিটা দেখেন, আপনার জীবনদর্শনে কোনও প্রভাব পড়েছে?

দর্শিল: আমি তখন ছোট ছিলাম। তাই তখন বুঝতে পারিনি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবিটা বুঝতে পারি। এরকম ছবি ১০-১৫ বছরে একবারই হয়। আমি যে এই ছবির একটা অংশ হতে পেরেছি, সেটাই অনেক। এটা আমার জীবনের একটা বড় অংশ। ভালো অভিনেতা হতে গেলে ভালো মানুষ হওয়া জরুরি। আমি এটাই শিখেছি — শুধু মানুষ হও। কষ্টটা অনুভব করো। অভিনয় নয়, অনুভব করো। ব্যস, এটুকুই।

আরও পড়ুন- Pori Moni Hospitalised: বাংলাদেশে ভয়ংকর বিমান দুর্ঘটনা! জ্বলন্ত শরীরে ছুটে আসছে মানুষ...শকে হাসপাতালে পরীমণি...

আমির খানের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? 

দর্শিল: এখনও ওঁর থেকে পরামর্শ নিই। গেমারলগ রিলিজের সময় আমির স্যারের বাড়ি যাই। উনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। অভিনয় দেও স্যার ও নীতা শাহ ম্যাম, আমরা তিন জন গিয়েছিলাম। ওঁরও এই সিরিজ পছন্দ হয়েছে। 

আপনি এক সাক্ষাত্‍কারে বলেছেন যে আপনি আমির খানের কাছে কাজ চাইতে পারবেন না, কাজ কি চাইতে হয় বলিউডে?

দর্শিল: আমি জানি না, এটা ঠিক কীভাবে বিশ্লেষণ করব। এটা ঠিক কাজ চাওয়ার ব্যাপার নয়। যদি আপনার ট্য়ালেন্ট থাকে, তাহলে কাজ আসবেই। আমি এটাই বিশ্বাস করি। অনেকেই অনেকের কাছে কাজ চায়। কিন্তু আমি চাই, আমি এত ভালো করব যে আমার কাছে কাজ আসবে। আমি চাই, এরকম সময় আসুক, আমার কথা মাথায় রেখেই কেউ স্ক্রিপ্ট লিখুক। আমি সেটা অর্জন করতে চাই। গেমারলগের জন্য আমি অডিশন দিয়েছে। আমি অডিশনে বিশ্বাসী। আমি পড়েছি যে ঋষি কাপুর অগ্নিপথের জন্য় অডিশন দিয়েছিলেন। আমির খান লাপাতা লেডিজের জন্য অডিশন দেন, তারপর নিজেই নিজেকে বাদ দেন। যদি আমার মধ্যে ট্যালেন্ট থাকে, তাহলে কাজ আসবেই। এগুলো তো আমার বেবি স্টেপ। 

'তারে জমিন পর' ছবির শেষে শিল্পী সমীর মন্ডলের আঁকা আপনার যে ছবি দেখা যায়, আপনার কাছে সেই ছবিটা আছে এখনও? 

দর্শিল: অপূর্ব এঁকেছিলেন সমীর স্যার। আমার সঙ্গে স্যারের এখন যোগাযোগ নেই। আমার কাছে ওই ছবির একটা কপি আছে, তবে সেটা অরিজিনাল কিনা জানি না। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More