Home> বিনোদন
Advertisement

Debashree Roy : 'বাবা'র ইচ্ছেপূরণ, তরুণ মজুমদারের পারলৌকিক কাজ করলেন দেবশ্রী রায়

 'বাবা'র ইচ্ছামতো শুক্রবার তরুণ মজুমদারের শ্রাদ্ধের কাজকর্ম করলেন দেবশ্রী রায় (Debashree Roy)। 

Debashree Roy : 'বাবা'র ইচ্ছেপূরণ, তরুণ মজুমদারের পারলৌকিক কাজ করলেন দেবশ্রী রায়

অয়ন ঘোষাল: সন্তান নেই, তবে দেবশ্রী, মহুয়া, মৌসুমীদের সন্তানের মতোই দেখতেন পরিচালক তরুণ মজুমদার। চেয়েছিলেন তিনি না থাকলে সিনেমার দুনিয়ার এই তিন মেয়েই তাঁর পরলৌকিক কাজকর্ম করবেন। অভিনেত্রী মহুয়া অকালেই চলে গিয়েছেন। তবে 'বাবা'র ইচ্ছামতো শুক্রবার তরুণ মজুমদারের শ্রাদ্ধের কাজকর্ম করলেন দেবশ্রী রায় (Debashree Roy)। 

এদিন সকাল এগারোটায় পূর্ণ দাস রোডের ডাকাত কালীবাড়িতে ফুল, মিষ্টি, মালা এবং তরুণবাবুর ছবি সহ পৌছে যান দেবশ্রী। পুরোহিত আসতেই  পিতৃসম তরুণবাবুর আলম্বন গোত্র অবলম্বনে, কালী মূর্তিকে প্রণাম করে শুরু হয় পারলৌকিক কাজ। শ্রাদ্ধের কাজ শেষ হওয়ার আগে সেখানে পৌছান তরুণবাবুর হাতে গড়া আরও এক অভিনেতা। আর ইনি হলেন 'শ্রীমান পৃথ্বীরাজ' অয়ন বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন-রচনার ছেলের জন্মদিন, বাঙালিয়ানায় ভরপুর মেনুতে ছিল সুস্বাদু নানা পদ

fallbacks

fallbacks

আরও পড়ুন-পঞ্চাশে 'বেলাশুরু', উদযাপন নবীনায়

পিতৃসম নয়, পিতাকেই হারানোর যন্ত্রণায় তরুণ বাবুর মৃত্যুদিনে আকুল কান্নায় ভেঙে পরেছিলেন 'দাদার কীর্তি' ও 'ভালোবাসা ভালোবাসা'র মতো তরুণবাবুর একের পর এক সুপারহিট ছবির অভিনেত্রী দেবশ্রী। যিনি চুমকি থেকে দেবশ্রী হয়েছিলেন তরুণ বাবুর হাত ধরে। পারলৌকিক কাজ শেষ করে দেবশ্রী আজ কিছুটা মানসিক শান্তিতে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More