Home> বিনোদন
Advertisement

বিয়ের পরও সঙ্গে প্রাক্তন প্রেমিক, দীপিকার শরীর থেকে এবার সরল রণবীর কাপুরের নাম!

রণবীর কাপুরের নামের ট্যাটু নিয়ে প্রশ্ন করা হয় দীপিকাকে 

বিয়ের পরও সঙ্গে প্রাক্তন প্রেমিক, দীপিকার শরীর থেকে এবার সরল রণবীর কাপুরের নাম!

নিজস্ব প্রতিবেদন: প্রেম পর্বের শুরুতে রণবীর কাপুরের ভালবাসায় যেন হাবুডুবু খেতে শুরু করেন দীপিকা পাডুকন৷ রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর নিজের কাধে প্রেমিকের নাম হঠাত ট্যাটুও করিয়ে ফেলেন দীপিকা৷ যা নিয়ে কম শোরগোল হয়নি৷ (Ranbir Kapoor) রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরও দীপিকার কাধে শোভা পেতে শুরু করেন আর কে ট্যাটু৷ রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পরও প্রথমে দীপিকার কাধের সেই (Tattoo) ট্যাটু অপরিবর্তিত ছিল৷ যা নিয়ে একাধিকবার কটাক্ষের মুখে পড়তে হয় (Deepika Padukone) দীপিকা পাডুকনকে৷ 

আরও পড়ুন : বিকিনিতে জলে নামলেন মা-মেয়ে, সারা আলি খানের ছবি ঘিরে শোরগোল
সম্প্রতি ছপক-এর প্রমোশনে দীপিকার কাধের ট্যাটু উধাও হয়ে যায়৷ দীপিকা কি মেকআপের সাহায্যে মুছে দিয়েছেন ট্যাটু? নাকি, এবার আর কে ট্যাটুকে চিরতরে বিদায় জানিয়েছেন দীপ্পি? এমনই প্রশ্ন করা হয় রণবীর সিংয়ের ঘরণীকে৷ যার উত্তরে দীপিকা বলেন, ক্যামেরার দিকে তাকিয়ে চোখের পলক ঘুরিয়েছেন, নিমেশে হাওয়া হয়ে যায় তাঁক কাধের ট্যাটু৷
যদিও কীভাবে দীপিকা আর কে ট্যাটু মুছে দিয়েছেন, সে বিষয়ে খোলসা করে কিছু না জানালেও, তিনি যে এবার পুরোপুরিভাবে আর কে ট্য়াটুর মোহ থেকে বেরিয়ে এসেছেন তা বেশ স্পষ্ট৷

আরও পড়ুন  : রণবীরের কোনও ভাগ নেই, স্বামীর নাম শুনেই ক্ষেপে গেলেন দীপিকা?
এদিকে সম্প্রতি ছপক-এর প্রমোশনে হাজির হলে রণবীর সিংকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রীকে৷ হোম প্রোডাকশন হিসেবে দীপিকার সিনেমা নিয়ে (Ranveer Singh) রণবীর কী বলেন? এমন প্রশ্নের উত্তরে দীপ্পি জানান, ছপক তাঁর নিজের অর্থে তৈরি করা সিনেমা৷ এখানে রণবীর সিংয়ের কোনও অনুদান নেই৷ তিনি খেটেখুটে যে প্রোযোজনা সংস্থা দাঁড় করিয়েছেন, সেই প্রযোজনা সংস্থার তৈরি সিনেমা ছপকের প্রমোশন শুরু করেছেন৷ যদিও সাংবাদিকদের সঙ্গে পুরোটা মজার ছলেই এই কথোপকথন শুরু করেন দীপিকা পাডুকন৷

Read More