Home> বিনোদন
Advertisement

সে কী কথা! আজকাল রণবীরকে প্রকাশ্যেই 'ড্যাডি' বলেই ডাকছেন দীপিকা!

প্রকাশ্যেই রণবীরকে এভাবেই ডাকলেন দিপ্পি।

সে কী কথা! আজকাল রণবীরকে প্রকাশ্যেই 'ড্যাডি' বলেই ডাকছেন দীপিকা!

নিজস্ব প্রতিবেদন: আজকাল হাবি রণবীরকে দীপিকা নাকি 'ড্যাডি' বলে ডাকছেন! খবরটা কি শুনেছেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই রণবীরকে এভাবেই ডাকলেন দিপ্পি।

সম্প্রতি, লন্ডনের রাস্তায় গাড়ি চালাতে চালাতে ভক্তদের সঙ্গে লাইফ চ্যাটে অংশ নিয়েছিলেন রণবীর সিং। আর রণবীরের সেই লাইভের সময় দীপিকা কমেন্টে লেখেন, 'হাই ড্যাডি'  সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। রণবীরও অবশ্য উত্তরে দিপ্পিকে লেখেন, 'হাই বেবি'।

আরও পড়ুন-ভাইপো অর্জুনের হবু বউ মালাইকার সঙ্গে প্রকাশ্যেই মশকরা সঞ্জয় কাপুরের

fallbacks

রণবীর-দীপিকার এই কাণ্ড দেখে কমেন্ট করেন রণবীরের ঘনিষ্ঠ বন্ধু তথা অর্জুন কাপুর। তিনি কমেন্টে লেখেন, ''Baba bhabhi is gonna give u one''

fallbacks

সম্প্রতি লন্ডনের একটা ম্যাগাজিনের ফটোশ্যুটে দেখা গেছে রণবীর-দীপিকাকে। আবার কবীর বেদী পরিচালিত ছবি '৮৩'-তেও একসঙ্গে অভিনয় করছেন রণবীর-দীপিকা।

আরও পড়ুন-'গুমনামী': নেতাজি সহ ঐতিহাসিক চরিত্রগুলির এক্সক্লুসিভ লুক

Read More