নিজস্ব প্রতিবেদন : একের পর এক জল্পনা এবং বিতর্কের পর বুধবার অবশেষে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’। সিনেমা মুক্তির পর থেকেই সঞ্জয় লীলা বনশালি, দীপিকা পাডুকনদের পোস্টার পুড়িয়ে গাড়ি জালিয়ে বিক্ষোভ শুরু করেছে কারনি সেনা। বিক্ষোভ এবং হুমকির মধ্যে রয়েছে সঞ্জয় লীলা বনশালিকে খুনের হুমকি।
‘পদ্মাবত’-এর পরিচালকের মাথা কেটে আনতে পারলে তাঁকে ৫১ লক্ষের নগদ পুরস্কার দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। কিন্তু, এসবের মধ্যেই এবার রেকর্ড গড়ে ফেলল দীপিকা পাডুকনের সিনেমা। কিভাবে জানেন?
আরও পড়ুন : বনশালির মাথা কাটলে ৫১ লক্ষের পুরস্কার, চরম হুমকি
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, মুক্তির প্রথম দিনই প্রভাসের ‘বাহুবলী টু’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘পদ্মাবত’। প্রথম দিন থেকেই আন্তর্জাতিক বাজারে দমদার ব্যবসা শুরু করেছে বনশালির সিনেমা।
#Padmaavat takes a FANTABULOUS START in key international markets on Thu...
— taran adarsh (@taran_adarsh) January 26, 2018
AUSTRALIA: A$ 367,984 [₹ 1.88 cr]
NEW ZEALAND: NZ$ 64,265 [₹ 29.99 lakhs]
UK [preview screenings]: £ 97,604 [₹ 88.08 lakhs]@Rentrak
তরণের টুইট অনুযায়ী, ‘পদ্মাবত’ প্রথম দিন অস্ট্রেলিয়ায় ১.৮৮ কোটির ব্যবসা করেছে। নিউজিল্যান্ডে করেছে ২৯.৯৯ লক্ষের ব্যবসা। পাশাপাশি ইউকে-তে এই সিনেমা ব্যবসা করেছে ৮৮.০৮ লক্ষের। যা ‘বাহুবলী টু’ এবং আমির খানের ‘দঙ্গল’-এর তুলনায় অনেক বেশি। সবকিছু মিলিয়ে মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিসে দমদার ব্যবসা শুরু করেছে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’।