Home> বিনোদন
Advertisement

দিল্লিতে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী

দিয়া ও রিচি মেহতার পরিবারে এসেছে কন্যা সন্তান।

দিল্লিতে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে করোনা আতঙ্ক। তারই মাঝে সুখবর শোনালেন টেলি তারকা দিয়া চোপড়া। দ্বিতীয়বারের জন্য মা হলেন দিয়া। দিয়া ও রিচি মেহতার পরিবারে এসেছে কন্যা সন্তান।

সোশ্যাল মিডিয়ায় একটি সন্দর কার্ডের মাধ্যমে কন্যা সন্তানের মা হওয়ার খবর জানিয়েছেন দিয়া চোপড়া। জানা যাচ্ছে, গত ৬ এপ্রিল, সোমবার, দিল্লির একটি হাসপাতালে কন্য়া সন্তানের জন্ম দিয়েছেন দিয়া। মেয়ের নাম রেখেছেন সোফিয়া। 

আরও পড়ুন-শাহরুখের 'মন্নত'-এর ছবি তো দেখেছেন, অক্ষয়-টুইঙ্কল-এর বাড়িটিও কিছু কম সুন্দর নয়

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deeya Chopra Mehta (@deeya09) on

গত ডিসেম্বরে দ্বিতীয়বার মা হতে চলার সুখবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছিলেন দিয়া চোপড়া। নিজের ছোটবেলার ছবির সঙ্গে এই সুখবর সকলকে জানিয়েছিলেন দিয়া।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 post shared by Deeya Chopra Mehta (@deeya09) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fallbacks

ছবি-বোন দিয়ার বিয়ের অনুষ্ঠানে রোশনি চোপড়া

আরও পড়ুন-দেশজুড়ে লকডাউন, বিয়ে ভেস্তে গেল টলি নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়ের, এদিকে বিয়ের জন্য আর অপক্ষা সইছে না পূজার হবু বর কুণালের

প্রসঙ্গত, গতবছরই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন দিয়া। ছেলের নাম রেখেছিলেন ইভান। প্রসঙ্গত, দিয়া হলে টেলি অভিনেত্রী রোশনি চোপড়ার বোন। টিভি ধারাবাহিক 'লেফট রাইট লেফট', 'প্রতিজ্ঞা', 'মন কি আওয়াজ' সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন দিয়া। প্রসঙ্গত দিয়ার স্বামী রিচি দিল্লিতে শিক্ষাপ্রতিষ্ঠান চালান।

Read More