জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রাফিক আইন ভাঙছেন? সাবধান! রাস্তায় ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে এবার সতর্ক করবেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তাও আবার খোদ রাজধানী দিল্লি(Delhi)তে। রাজধানীর রাস্তায়, ট্রাফিক সিগনালে 'পু' হয়ে হাজির থাকবেন বোবো। সিগনাল ভেঙে কোনও গাড়ি এগোলেই নিজস্ব স্টাইলে বাধা দেবেন 'পু'।
পথ যাত্রীরা যাতে ট্রাফিক আইন মেনে চলেন, তার জন্য কোনও প্রচেষ্টা বাদ রাখেনি দিল্লি পুলিস। তবে লাভের লাভ কিছুই হয়নি। তাই এবার অভিনব পন্থা অবলম্বন করা হয়েছে। দিল্লি পুলিসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি মিম ক্লিপ শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তায় লাল সিগনাল থাকা সত্ত্বেও একটি গাড়ি না থেমে বেরিয়ে যাচ্ছে। ঠিক তখনই 'কভি খুশি কভি গম'-এর 'পু' হয়ে লাল সিগনালে ধরা দিচ্ছেন করিনা। বলছেন, 'কৌন হ্যায় ইয়ে জিসনে পু কো দুবারা মুর কর নেহি দেখা।'। ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছেন, ' কে এই ট্রাফিক আইন লঙ্ঘনকারী? পু অ্যাটেনশন চান, তাই ট্রাফিক লাইট ফলো করুন।'
আরও পড়ুন-পলক নয়, লন্ডনে মাহিকার সঙ্গে পার্টিতে মজে সইফ পুত্র ইব্রাহিম, কে এই তরুণী?
Who's that traffic violator?
— Delhi Police (@DelhiPolice) July 16, 2022
Poo likes attention, so do the traffic lights !#RoadSafety#SaturdayVibes pic.twitter.com/ZeCJfJigcb
এখানেই শেষ নয়, সম্প্রতি নাসার তরফে নক্ষত্রখচিত মহাকাশের একটি ছবি প্রকাশ করা হয়েছে। সেই ছবিও ব্যবহার করেছে দিল্লি পুলিস। 'আকাশের নক্ষত্র যদি না দেখতে চান, তাহলে সিটবেল্ট বাঁধুন।'
Drive with a seatbelt on to avoid seeing the stars and the challan.#DelhiPolice #DelhiTrafficPolice #DilKiPolice pic.twitter.com/dQH2Hh0k8w
— Delhi Traffic Police (@dtptraffic) July 12, 2022
প্রসঙ্গত করিনা নিজেও দিল্লি পুলিসের বানানো এই মিমটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন।