নিজস্ব প্রতিবেদন: ফের পর্দায় একসঙ্গে ফিরছেন দেব (Dev), রুক্মিনী (Rukmini Maitra)। 'টনিক'-এর পর পরের ছবি 'কিশমিশ' (Kishmish) নিয়ে দর্শকদের মন জয় করতে আসছেন অভিনেতা। এই ছবির গল্পটা ঠিক কেমন? সিনেমা হলে ছবি মুক্তি আগেই এর আভাস দিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত।
ইতিমধ্যে 'কিশমিশ' (Kishmish)-এর কয়েকটি গানও মুক্তি পেয়েছে। যার মধ্যে 'অবশেষে' গানটি বেশ পরিচিতি লাভ করেছে। এই গানটিতে রিলস ভিডিও বানাচ্ছেন দেব (Dev), রুক্মিনীর (Rukmini Maitra) অনুরাগীরা। গানটি গেয়েছেন অরিজিৎ সিং।
২৯ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে 'কিশমিশ' (Kishmish)। পরিচালনায় রাহুল মুখোপাধ্যায়। বর্তমানে জোরকদমে 'কিশমিশ' (Kishmish)-এর প্রমোশনে ব্যক্ত গোটা টিম। শহরজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনেও নজর কেড়েছে দেব (Dev), রুক্মিনীর (Rukmini Maitra) ছবি। ফের একবার তাঁদের কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।