Home> বিনোদন
Advertisement

Dev | Raihan Rafi: তুফানের পরিচালকের সঙ্গে কাজ করতে চান জিৎ-দেব! মুখ খুললেন সুপারস্টার...

Toofan: ‘তুফান’ সাফল্যের মাঝে বাংলাদেশ ও কলকাতায় একাধিক সাক্ষাৎকার দিয়েছেন ছবির পরিচালক রায়হান রাফি। পাশাপাশি খবর ছড়িয়ে পড়ে যে জিৎ-দেব রায়হান রাফিকে কাজের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নজরে পড়েছে দেবের। এই বিষয়ে মুখ খুললেন সুপারস্টার। 

Dev | Raihan Rafi: তুফানের পরিচালকের সঙ্গে কাজ করতে চান জিৎ-দেব! মুখ খুললেন সুপারস্টার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে ঝড় তোলার পর ভারতেও মুক্তি পেয়েছে পরিচালক রায়হান রাফির(Raihan Rafi) সিনেমা ‘তুফান’(Toofan)। শাকিব খান(Shakib Khan) অভিনীত এই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন এপার বাংলার মিমি চক্রবর্তী। ‘তুফান’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে, এমনটাই দাবি ছবির নির্মাতাদের। তুফানের এই সাফল্যের পরেই নাকি রায়হান রাফির সঙ্গে কাজ করতে চান দেব-জিৎ। এই খবর ভাইরাল নেটপাড়ায়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন দেব (Dev)। 

আরও পড়ুন- Jon Landau Passed Away: ৬৩-তেই প্রয়াত 'টাইটানিক'-এর প্রযোজক জন ল্যান্ডাউ, শোকস্তব্ধ হলিউড...

তুফানের মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছেন পরিচালক রায়হান রাফি। ‘তুফান’ সাফল্যের মাঝে বাংলাদেশ ও কলকাতায় একাধিক সাক্ষাৎকার দিয়েছেন রায়হান রাফি। সেইরকমই এক আলাপচারিতায় রাফির কাছে জানতে চাওয়া হয়, জিৎ এবং দেবের প্রসঙ্গ বারবার আসছে। কলকাতার সিনেমা তৈরির প্রস্তাব আসে কিনা? জবাবে রায়হান রাফি বলেন, ‘এবার অনেকগুলো আসছে। বিশেষ করে ‘তুফান’ সিনেমার পর। ‘হ্যাঁ’, ‘না’ কিছুই বলিনি। ওপার বাংলার বড় দু’জন স্টারের কাছ থেকে অফার আসছে। তাদের নাম না বলি। এটা ‘তুফান’ মুক্তির পর আসছে। ওপার বাংলার টেকনিশিয়ানরা বলেছেন, ‘এই স্টাইলে সিনেমার মেকিং আগে দেখি নাই।”

fallbacks

রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন দেব। সেই পোস্টে একটি উদ্ধৃতি লেখা, “তুফান’ রিলিজের পর তার সাফল্য দেখে দেব ও জিৎ দুজনেই আমাকে তাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছেন। আমি এখনো কাউকে কনফার্ম করিনি।” বলেন রায়হান রাফি। দেব লেখেন,  ‘এটা সত্যি নয়। তবে তার জন্য শুভকামনা।’

আরও পড়ুন- C V Ananda Bose | Kolkata Police: রাজ্যপালের মানহানি, কলকাতা পুলিস কমিশনারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ কেন্দ্রের

সোশ্যাল মিডিয়ায় রায়হান রাফির এই সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। পাশাপাশি খবর ছড়িয়ে পড়ে যে জিৎ-দেব রায়হান রাফিকে কাজের প্রস্তাব দিয়েছেন। বিষয়টি নজরে পড়েছে দেবের। নীরবতা ভেঙে বিষয়টি নিয়ে মুখ খুললেন সুপারস্টার। তবে এখনও এই ব্যাপারে কোনও কথাই বলেননি জিৎ। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More