Dev, Mithun Chakraborty, অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: ‘প্রজাপতি’ নিয়ে তরজা তুঙ্গে। নন্দনে জায়গা না পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন দেব। সেই থেকেই শুরু তর্ক বিতর্ক। মিঠুন চক্রবর্তীর নাম বিজেপির সঙ্গে জড়িয়ে সেই কারণেই প্রজাপতি জায়গা পায়নি নন্দনে, এমনটাই দাবি বিজেপির। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন যে, মিঠুনের খারাপ অভিনয়ের কারণেই ব্যর্থ হয়েছে প্রজাপতি। তিনি আরও বলেন, ‘দেব অত্যন্ত ভালো ছেলে। নিজ মুখে এই কথা বলতে পারেনি, তাই এড়িয়ে গেছে। দেব ভালো ছবি করে, আমার থেকে সিনেমা বেশি বোঝে। কিন্তু সবাই যদি বেশি বোঝে তাহলে সিনেমা ফ্লপ কেন হয়? তাই সবার মতামত জেনে নেওয়া ভালো।’
আরও পড়ুন-Sushant Singh Rajput: ‘ভাঙা ছিল সুশান্তের পা, আত্মহত্যা মৃত্যুর কারণ নয়’ দাবি হাসপাতালকর্মীর
কুণাল ঘোষের বক্তব্যের পরেই জি ২৪ ঘণ্টায় তার জবাব দিলেন দেব। অভিনেতা বলেন, ‘এটা কুণালদার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু প্রযোজক হিসাবে যদি বলি যে, ২৩ তারিখ ছবিটা রিলিজ করেছে। এখনও হাউজফুল চলছে। বিশাল ছবি হওয়ার পথে আছে। আমি বিজেপি, তৃণমূল সবাইকে বলব, বিতর্ক তৈরি করবেন না। বিতর্ক করলে মানুষ ভয় পেয়ে যাবে। ছবিটা দেবের জন্য হোক বা মিঠুনদার জন্য, ছবিটা যেন হিট হয়। কাউকে উত্তর দেওয়ার জন্য বলছি না, কিন্তু প্রয়োজনে আবার মিঠুনদাকে নেব। মিঠুনদাকে স্ক্রিপ্ট অনুযায়ী প্রয়োজন পরলে আবারও নেব। উনি হ্যাঁ বা না বলতে পারেন ওঁর ইচ্ছা অনুযায়ী। মিঠুনদার অভিনয় নিয়ে অন্তত আমার দলের বাকিদের চুপ থাকা উচিত’।
আরও পড়ুন-Arijit Singh Concert: অরিজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ, ইকো-পার্কে বাতিল শো?
দেব আরও বলেন, ‘কুণাল দা অনেক বড়,ওঁকে কিছু বোঝাবার নেই। শুধু এটুকুই বলব, সিনেমাটা আমার বিষয়, যেমন রাজনীতিটা আমার বিষয় নয়। ওটা আমার উপর ছেড়ে দিন, আমি বুঝে নেব। সিনেমা নিয়ে কোনও টিপ্পনী করবেন না। নন্দনে শো পায়নি আমার কোনও আক্ষেপ নেই। পশ্চিমবঙ্গের সবকটা হলে হাউজফুল যাচ্ছে। নন্দনের বাইরে অনেক ভালো চলছে। এটা তো উদাহরণ হতে পারে। আমি চাই দর্শক হলে আসুক। ছবিটা হিট হলে আমারও লাভ, মিঠুনদারও লাভ, তাই পাশে থাকুন।’