Home> বিনোদন
Advertisement

করোনায় আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার

১৪ মে থেকে কিরণ কুমার রয়েছেন কোয়ারেন্টিনে

করোনায় আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার

নিজস্ব প্রতিবেদন : ​করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে এমনই জানিয়েছেন অভিনেতা নিজে। 

রিপোর্টে প্রকাশ, কোভিড ১৯-এর উপসর্গ দেখা দেওয়ায় গত ১৪ মে থেকে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। কিরণ কুমারের সঙ্গে তাঁর পরিবারও কোয়ারেন্টিনে রয়েছেন বলে অভিনেতা জানিয়েছেন। তবে কোভিড উপসর্গ দেখা দেওয়ার পরও জ্বর বা গলা ব্যাথা কোনও উপসর্গই নেই। ফলে বাড়িতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। করোনা পজিটিভ হওয়ার পর ১০ দিন কেটে গিয়েছে, তাও তাঁর শরীরে কোনও উপসর্গ  নেই বলে জানান কিরণ কুমার।

তেজাব থেকে খুদা গাওয়া কিংবা ধড়কন, বলিউডের একাধিক জনপ্রিয় সিনেমায় দাপটে অভিনয় করেন কিরণ কুমার। একাধিক ধারাবাহিকেও দেখা মিলিছে তাঁর।

এদিকে কণিকা কাপুর থেকে করিমা মোরানি, জোয়া মোরানি কিংবা সাজা মোরানি, বলিউডের বেশ কয়েকজন সেলেবের শরীরে পরপর কোভিড উপসর্গ দেখা যায়। তবে উপযুক্ত চিকিতসার পর প্রত্যেকেই তাঁরা ভাল আছেন বলে খবর।

Read More