Home> বিনোদন
Advertisement

সলমন নন, ধুম ফোর-এ থাকছেন শাহরুখ খান

সলমন নন, ধুম ফোর-এ থাকছেন শাহরুখ খান

ও‌য়েব ডেস্ক: ধুম ফোর-এ কে আছেন? বছরখানেক ধরেই এই জল্পনা চলছে। ‌যশ রাজ ফিল্মস সূত্রে খবর ছিল, ধুম সিরিজের আগামী ছবিতে থাকতে পারেন সলমন খান। পরে জানা গিয়েছে, সলমন রেস থ্রি-তে অভিনয় করছেন। তিনি ধুম ফোর করছেন না। 

সলমন বেরিয়ে ‌যাওয়ার পর শোনা ‌যাচ্ছে, ধুম ফোর ছবিতে অভিনয় করতে চলেছেন কিং খান। BollywoodLife.com-এর প্রতিবেদনের দাবি, শাহরুখ খান আগেও ধূসর চরিত্রে কাজ করেছেন। আরও একবার তাঁকে ভিলেনের চরিত্রে দেখতে চাইছে ‌যশ রাজ ফিল্মস।

সূত্রের খবর, একের পর এক ছবি ফ্লপ হওয়ায় ‌যশ রাজ ফিল্মস কিছুটা ব্যাকফুটে। আদিত্য চোপড়া চাইছেন, ধুম সিরিজের আগের ছবিগুলির চেয়েও আর বড় ধামাল করতে। চিত্রনাট্য লেখার দায়িত্ব দেওয়া হয়েছে মণীশ শর্মাকে। তিনি আপাতত সেই কাজে ব্যস্ত। ধুম থ্রি-র পরিচালক ছিলেন কৃষ্ণ আচ‌ার্য। তিনি এখন ঠগস অব হিন্দোস্তানের শ্যুটিং করছেন। ফলে ধুম ফোর পরিচালনায় দেখা ‌যেতে পারে মণীশ শর্মাকেই। 

মণীশ ও এসআরকে এর আগে ফ্যান ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ছবিটি বক্স অফিসে তেমন চলেনি।‌ যশ রাজ সূত্রে খবর, ধুম ফোর ছবিতে শাহরুখকে ভাবনায় রাখা হয়েছে। তবে এখনই আনুষ্ঠানিক ঘোষণা হবে না।

আরও পড়ুন, জানেন কী কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে গেলেন অভিষেক বচ্চন?

Read More