নিজস্ব প্রতিবেদন: বুধবার সকালে বলিউডের ঘুম ভাঙল খারাপ খবর শুনে। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ৯৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দিলীপ কুমার (Dilip Kumar Death)। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণের খবর তাঁরই টুইটার হ্যান্ডেলে জানান ফইজল ফারুক। সকাল ৮টা নাগাদ খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে বলিউড। ইন্ডাস্ট্রির অনেকেই শোকাবার্তা জ্ঞাপন করেছেন।
With a heavy heart and profound grief, I announce the passing away of our beloved Dilip Saab, few minutes ago.
— Dilip Kumar (@TheDilipKumar) July 7, 2021
We are from God and to Him we return. - Faisal Farooqui
অভিনেতা অক্ষয় কুমার শোক প্রকাশ করে লেখেন, 'বিশ্বের কাছে বাকিরা হিরো হলেও, আমাদের নতো অভিনেতাদের কাছে তিনিই নায়ক ছিলেন। ভারতীয় চলচ্চিত্রের একটা যুগকে সঙ্গে করে নিয়ে গেলেন। আমার সমবেদনা ও ওঁনার পরিবারের প্রতি সমবেদনা। ওঁ শান্তি।'
To the world many others may be heroes. To us actors, he was The Hero. #DilipKumar Sir has taken an entire era of Indian cinema away with him.
— Akshay Kumar (@akshaykumar) July 7, 2021
My thoughts and prayers are with his family. Om Shantipic.twitter.com/dVwV7CUfxh
দিলীপ কুমারের সঙ্গে একটি মুহূর্তের ছবি শেয়ার করে অজয় দেবগণ লেখেন, 'লেজেন্ড অভিনেতার সঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছি কিছু ব্যক্তিগত, কিছু মঞ্চে। কিন্তু ওঁনার প্রয়াণের জন্য প্রস্তুত ছিলাম না। একটা প্রতিষ্ঠান, কালজয়ী অভিনেতা। আমার গভীর সমবেদনা সাইরাজির প্রতি।'
Shared many moments with the legend...some very personal, some on stage. Yet, nothing really prepared me for his passing away. An institution, a timeless actor. Heartbroken.
— Ajay Devgn (@ajaydevgn) July 7, 2021
Deepest condolences to Sairaj#DilipKumar pic.twitter.com/Il8qaMOOhf
দিলীপ কুমারের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন পরিচালক মনোজ বাজপেয়ী, মধুর ভান্ডারকর, সুভাষ ঘাইসহ অন্যান্যরাও।
No One like you !!! Have a great Journey from here on Master ….सादर नमन Rest in Peace https://t.co/nTv3cwV2wg
— manoj bajpayee (@BajpayeeManoj) July 7, 2021
Saddened to know about the demise of Dilip Kumar sir, One of the greatest actors and doyen of Indian Cinema, a Legend. He inspired generations of actors and will always be missed. RIP pic.twitter.com/xTjO4FF6yS
— Madhur Bhandarkar (@imbhandarkar) July 7, 2021
Saddest day of my life.
— Subhash Ghai (@SubhashGhai1) July 7, 2021
Dilip saheb Yusuf bhai gone
My personal loss of my most precious idol.
No words
RIP SAHEB
যুগের অবসান, মনে করছেন বলিউডের প্রত্যেকে। ইউসুফ খান থেকে নায়ক দিলীপ কুমার। ইন্ডাস্ট্রির প্রকৃত খান তিনিই ছিলেন বলেও মত প্রকাশ একাংশের।
Rest in the highest realms of glory Sir….thank you for driving our cinema towards the echelons of excellence.
— Nimrat Kaur (@NimratOfficial) July 7, 2021
#RIPDilipKumar pic.twitter.com/rpfktQjpS6
The end of an era.
— Kubbra Sait (@KubbraSait) July 7, 2021
The real Khan, the real deal. pic.twitter.com/gHVIZRUUcp
পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়েছেন ইন্ডাস্ট্রিতে। 'মুঘল এ আজম', 'দেবদাস', 'নয়া দৌড়', 'রাম অর শ্যাম'- একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। ১৯৯৮ এ শেষ বড় পর্দায় 'কুইলা' ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। শোকজ্ঞাপন করেছেন শাহিদ কাপুর, রিতেশ দেশমুখসহ অন্যান্য তারকারাও।
টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। লেখেন, চলচ্চিত্রের একটা প্রতিষ্ঠান চলে গেল। ভারতীয় সিনেমার ইতিহাসের চিরস্মরণীয় পর্যায় হয়ে থাকবেন দিলীপ কুমার। পরিবারের প্রতি সমবেদনা। ভগবান ওঁদের শক্তি দান করুন। ওঁর আত্মার চিরশান্তি কামনা করি। গভীরভাবে শোকাহত। আরও একটি টুইটে অমিতাভ লেখেন, স্বর্ণযুগের পর্দা নামল। আর জীবনে যা হবে না।
T 3958 - An institution has gone .. whenever the history of Indian Cinema will be written , it shall always be 'before Dilip Kumar, and after Dilip Kumar' ..
— Amitabh Bachchan (@SrBachchan) July 7, 2021
My duas for peace of his soul and the strength to the family to bear this loss ..
Deeply saddened ..
আরও পড়ুন:''আমার আর দিলীপ কুমার সাবের সন্তান থাকলে ও Shahrukh-র মতোই হত'', বলেছিলেন Saira Banu
আরও পড়ুন: পেশোয়ারের ইউসুফ খান থেকে নায়ক Dilip Kumar, অভিনেতার প্রয়াণে শোকবার্তা পাকিস্তানের