Home> বিনোদন
Advertisement

আজ পদ্মবিভূষণ পাচ্ছেন দিলীপ কুমার

আজ পদ্মবিভূষণ পাচ্ছেন ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। গত এপ্রিলে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিরানব্বই বছরের প্রবীণ অভিনেতা। তাই মুম্বইয়ে দিলীপ কুমারের বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান তুলে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

আজ পদ্মবিভূষণ পাচ্ছেন দিলীপ কুমার

ওয়েব ডেস্ক: আজ পদ্মবিভূষণ পাচ্ছেন ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। গত এপ্রিলে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিরানব্বই বছরের প্রবীণ অভিনেতা। তাই মুম্বইয়ে দিলীপ কুমারের বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান তুলে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

 

১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকায় জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। বাবা ফল ব্যবসায়ী গুলাম সাওয়ার। ছেলের নাম মহম্মদ ইউসুফ খান রেখেছিলেন তিনি। মুম্বইয়ের ফিল্মি দুনিয়ায় সেই ইউসুফই হয়ে ওঠেন দিলীপ কুমার। ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য উনিশশো একানব্বইয়ে পদ্মভূষণ পান তিনি। উনিশশো চুরানব্বইয়ে তাঁকে দাদাসাহেফ ফালকে সম্মান দেওয়া হয়।   

Read More