Home> বিনোদন
Advertisement

দিলওয়ালের 'মহব্বত ভরই' ক্লাইম্যাক্স

সিনেমা আসতে এখনও ঢের দেরি। অপেক্ষা আর কতক্ষন? মন তো মানছে না। কবে কিং খানকে পর্দায় দেখা যাবে এই ভেবেই কাটছে রাত। এবার সোজাসুজি চলুন দিলওয়ালের সেটে। দেখে নিন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য-

দিলওয়ালের 'মহব্বত ভরই' ক্লাইম্যাক্স

ওয়েব ডেস্ক: সিনেমা আসতে এখনও ঢের দেরি। অপেক্ষা আর কতক্ষন? মন তো মানছে না। কবে কিং খানকে পর্দায় দেখা যাবে এই ভেবেই কাটছে রাত। এবার সোজাসুজি চলুন দিলওয়ালের সেটে। দেখে নিন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য-

 

শাহরুখ খান ও কাজল, আবারও একসঙ্গে। সৌজন্যে রেড রিলিজ। ডিডিএলজির পর কেটে গেছে এক দশক। দিলওয়ালেতে রাজ (শাহরুখ)-সিমরনের (কাজল) সেই 'রোম্যান্টিসিজমে'র স্বাদ নিতে অধীর আগ্রহে সিনেমা প্রেমীরা।  বিগ বাজেট ও ড্রিম প্রোজেক্ট নিয়ে কাজ করছে রেড রিলিজ। পরিচালক রোহিত শেট্টি। গাড়ি উড়িয়ে দেওয়া নয়, নেই কোনও তুখোর 'ফাইট' সিকোয়েন্স। একেবারে নিখাদ প্রেম। শাওহরুখ-কাজল তো আছেনই সঙ্গে দেখা যাবে বরুণ ধাওয়ানকেও। রয়েছেন আকৃতি শ্যাননও। ২০১৬ তে রিলিজ করবে এই সিনেমা।

Read More