Home> বিনোদন
Advertisement

Arindam Sil: যৌন হেনস্থার অভিযোগ! ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল

Arindam Sil: ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায় বলেন, আমাদের কাছে কয়েক দিন ধরেই অভিযোগটা আসছিল। প্রাথমিকভাবে আমরা কিছু প্রমাণ পেয়েছি

Arindam Sil: যৌন হেনস্থার  অভিযোগ! ডিরেক্টরস গিল্ড থেকে সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। শেষপর্যন্ত পরিচালক অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তার পরেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন-হরিপালে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ও অপহরণের দাবি ভিত্তিহীন! গোপন জবানবন্দিতে বিস্তর অসংগতি

ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায় এনিয়ে বলেন, আমাদের কাছে কয়েক দিন ধরেই অভিযোগটা আসছিল। প্রাথমিকভাবে আমরা কিছু প্রমাণ পেয়েছি। তার পরেই সর্বসম্মতিক্রমে ওকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত ওই সাসপেনডেন্ট থাকবে।

অন্যদিকে, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, শুনেছি ওঁকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে। কেসটা কমিশনে এসেছিল। এতে আমাদের অবজার্ভেশনও রয়েছে। উনি নিজে ভুল স্বীকার করেছেন। তারপর আজ শুনলাম ডিরেক্টর্স গিল্ড থেকে ওঁরে ব্য়ান করা হয়েছে। সাধারণ মানুষ জন এই ধরনের মানুষজনকে দূর থেকে দেখেন। তাদের একটা অন্যরকম প্রত্যাশা থাকে। এদের সম্পর্কে সম্মানজনক একটা বিবেচনাও থাকে। সেটা যদি কোনও ক্ষেত্রে হানি ঘটায় তাহলে তা দুঃখজনক। তার থেকেও খারাপ হল কোনও মেয়েকে এনিয়ে কথা বলতে হচ্ছে। এটা কাম্য নয়। তবুও বলব যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা মুখ খুলুন। মুখ খুললে বিচারটা হয়।

অরিন্দম শীলের বিরুদ্ধে যে এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে সেই ঘটনাটি ঘটে শ্যুটিং ফ্লোরে, সকলের সামনে। মহিলা কমিশনে ওই অভিনেত্রী বলেন, ঘটনাটি যেহেতু ঘটনাটি সর্বসমক্ষে হয়েছে তাই পরিচালককে সবার সামনেই এনিয়ে ক্ষমা চাইতে হবে। ওই বক্তব্যের পরপরই অরিন্দম শীল ওই অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে একটি চিঠি লেখেন। তবে তার পর ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত।

fallbacks

উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগে আসাতেই নাকি কলকাতা চলচ্চিত্র উত্‍সব কমিটি থেকে পত্রপাঠ বাদ দেওয়া হয়েছিল অভিযুক্ত পরিচালককে! অন্তত সূত্রের খবর এমনটাই। আরজি কর কাণ্ডের মাঝেই শোনা গিয়েছিল, শ্য়ুটিং চলাকালীন এক অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ওঠে শাসকদল ঘনিষ্ঠ এক পরিচালকের নামে। সেই পরিচালককে তলবও করে মহিলা কমিশন।

এবার জানা গিয়েছে, আগেই এ বিষয়ে জানতে পেরে উত্‍সব কমিটি থেকে বাদ দেওয়া হয় তাঁকে। এমনকী পরিচালকে নাকি শোকজও করা হয়নি। অভিযোগ সম্পর্কিত কোনও কারণ জানতে না চেয়েই সরাসরি বরখাস্ত করা হয়। তাও বিবৃতি দিয়ে। এই প্রথম নয় আগেও নাকি পরিচালকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বারবার এসেছে। তবে এপ্রিল মাসে এক গোয়েন্দা ছবির শ্যুটিং চলাকালীন ওই অভিনেত্রীর সঙ্গে চিত্রনাট্য বোঝানোর আছিলায় নাকি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন পরিচালক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More