Home> বিনোদন
Advertisement

কীভাবে মেয়ের জন্মদিন সেলিব্রেট করবেন অ্যাশ-অভি? রহস্য ফাঁস

১৬ নভেম্বর ষষ্ঠতম জন্মদিন ঐশ্বর্য-অভিষেকের ছোট্ট মেয়ে আরাধ্যার। কীভাবে সেলিব্রেট করা হবে সেই বিশেষ দিনটা?

কীভাবে মেয়ের জন্মদিন সেলিব্রেট করবেন অ্যাশ-অভি? রহস্য ফাঁস

নিজস্ব প্রতিবেদন: জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী- বচ্চন পরিবারের অনুষ্ঠান মানেই বিশেষ কিছু। এমনই জনপ্রিয়তা বচ্চন পরিবারের। তবে চলতি বছরে কোনও উত্‌সবই পালন করছে না বচ্চন পরিবার। তার কারণ, এই বছরই ঐশ্বর্য রাই বচ্চনের বাবার প্রয়াণ হয়েছে। কিন্তু, সামনেই বচ্চন পরিবারের ক্ষুদ্রতম সদস্যের জন্মদিন। ১৬ নভেম্বর ষষ্ঠতম জন্মদিন ঐশ্বর্য-অভিষেকের ছোট্ট মেয়ে আরাধ্যার। কীভাবে সেলিব্রেট করা হবে সেই বিশেষ দিনটা?

fallbacks

আরও পড়ুন : 'সুনীলের সঙ্গে যা হয়েছে তার জন্য আমি আফশোস করি', মুখ খুললেন কপিল শর্মা

fallbacks

জানা গিয়েছে, প্রত্যেক বছরের মতোই এই বছরেও তাদের বাসভবন প্রতীক্ষায় থিম পার্টি রাখা হতে পারে আরাধ্যার জন্মদিনে। প্রসঙ্গত, গত বছর, এই খুদে সদস্যের জন্মদিনে গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন হয়েছিল। যেখানে বলিউডের তারকাদের সঙ্গে উপস্থিত ছিল আমির খানের ছেলে আজাদ, অক্ষয়-টুইঙ্কলের মেয়ে নিতারার মতো তারকা সন্তানরাও। এই বছর এই বিশেষ দিনে বিশেষ কী আয়োজন করা হবে, এখন সকলের নজর সেদিকেই।

আরও পড়ুন : বিশ্ব সুন্দরী, সৌন্দর্য দেখাবেন না! শুনেই প্রিয়াঙ্কার প্রত্যাখ্যান

Read More