ওয়েব ডেস্ক: সোনাক্ষী সিনহার জন্য ২০১৬ বছরটা খুবই ব্যস্ত গেল। আর তো মাত্র কটা দিন। তারপরই শুরু হয়ে যাবে নতুন বছর। এ বছর সোনাক্ষি সম্প্রতি অভিনয় করলেন আকিরা এবং ফোর্স টু-তে। দুটো সিনেমাই অ্যাকশনের উপর ভিত্তি করে। দুটো সিনেমাতেই সোনাক্ষীর এই অ্যাকশনের অভিনয় পছন্দ করেছে দর্শক। বক্স অফিসেও মোটামুটি সাফল্য পেয়েছে দুটো সিনেমা।
আরও পড়ুন ফের বড় রান পেতে রাহানে কার কাছে গেলেন জানেন?
নতুন বছর তাই আরও ভালো করে শুরু করতে সোনাক্ষী সিনহা একটু বিশ্রাম নিচ্ছেন। তবে, সেটা মোটেই নিজের বাড়িতে বসে নয় অথবা দেশের কোনও প্রান্তে গিয়ে নয়। আকিরা এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। দিব্যি ছুটি কাটাচ্ছেন। ঘুরছেন। ফিরছেন। আর ছবি তুলে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।