Home> বিনোদন
Advertisement

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কেন সুশান্তের সঙ্গে দেখা করেন 'দুবাইয়ের মাদক ব্যবসায়ী'? প্রশ্ন সুব্রহ্মণ্যম স্বামীর

ট্যুইট করেন বিজেপি নেতা 

 মৃত্যুর কয়েক ঘণ্টা আগে কেন সুশান্তের সঙ্গে দেখা করেন 'দুবাইয়ের মাদক ব্যবসায়ী'? প্রশ্ন সুব্রহ্মণ্যম স্বামীর

নিজস্ব প্রতিবেদন : ​১৪ জুন সকালে আয়াশ খান নামে এক মাদক ব্যবসায়ী দেখা করেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। আয়াশ খানের সঙ্গে দুবাইয়ের মাদক চক্রের যোগাযোগ রয়েছে। আয়াশ খান নামে দুবাইয়ের ওই মাদক ব্যবসায়ী কেন সুশান্তের সঙ্গে দেখা করেন, সে বিষয়ে প্রশ্ন তুললেন সুব্রহ্মাণ্যম সামি।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিজেপির এই হাই প্রোফাইল নেতা প্রশ্ন তোলেন, কেন মৃত্যুর আগে অর্থাত ১৪ জুন সকালে দুবাইয়ের ওই মাদক ব্যবসায়ীর সঙ্গে দেখা করেন সুশান্ত! সুব্রহ্মাণ্যম সামির ওই ট্যুইট প্রকাশ্যে আসার পরই ফের একদফা জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন  : মৃত্যুর পর মোবাইল থেকে একনাগাড়ে কল, সুশান্তের আত্মহত্যার পর বন্ধ দিশার ফোন

এদিকে সোমবার রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে একটানা জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। সৌভিকের পর রিয়াকেও সমন পাঠানো হবে বলে খবর। শুধুু তাই নয়, গোয়েন্দা অফিসাররা রিয়া চক্রবর্তীকে ২৪টি প্রশ্ন প্রাথমিকভাবে করতে পারেন বলে খবর। তবে রিয়াকে কবে ডাকা হবে, সে বিষয়ে জানা যায়নি কিছু।

যদিও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে দাবি করেন, সিবিআইয়ের কোনও সমন হাতে পাননি রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবার। আইনজীবীর ওই দাবির পরপরই সোমবার মুম্বইয়ের ডিআরডিও ভবনে সিবিআইয়ের সামনে হাজির হন অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তী।

Read More