Home> বিনোদন
Advertisement

নাতনিকে নিয়ে ইসকনের মন্দিরে পুজো দিতে হাজির হেমা মালিনী

রবিবার সকাল হতে না হতেই পুজো দিতে দেওল ও তখতানি পরিবার হাজির হয়েছিল ইসকনের মন্দিরে। নাতনি রাধ্যা তখতানিকে নিয়ে এসেছিলেন হেমা মালিনী। সঙ্গে এসেছিলেন এষা দেওল এবং তার হাবি ভারত তখতানি। ছোট্ট রাধ্যাকে দেখা গেল তার বাবা ভারত তখতানির কোলে।

নাতনিকে নিয়ে ইসকনের মন্দিরে পুজো দিতে হাজির হেমা মালিনী

নিজস্ব প্রতিবেদন : রবিবার সকাল হতে না হতেই পুজো দিতে দেওল ও তখতানি পরিবার হাজির হয়েছিল ইসকনের মন্দিরে। নাতনি রাধ্যা তখতানিকে নিয়ে এসেছিলেন হেমা মালিনী। সঙ্গে এসেছিলেন এষা দেওল এবং তার হাবি ভারত তখতানি। ছোট্ট রাধ্যাকে দেখা গেল তার বাবা ভারত তখতানির কোলে।

প্রসঙ্গত, ভারত তখতানি ও এষা দেওলের বিয়েও হয়েছিল ইসকনের মন্দিরে। পরবর্তী কালে সন্তসম্ভবা থাকাকালীনও এষা ইসকনের মন্দিরে পুজো দিতে এসেছিলেন। এবারও রাধ্যার জন্য পুজো দিতেই তাঁরা ইসকনের মন্দিরে হাজির হয়েছিলেন বলে জানা গেছে।

fallbacks

fallbacks

প্রসঙ্গত, জন্মের প্রায় ৭ মাস পর গত ৬ মে রাধ্যার প্রথম ছবি শেয়ার করেছিলেন এষা দেওল। পাশপাশি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মা হওয়ার আনন্দ শেয়ার করেছিলেন। বলেছিলেন রাধ্যা এক্কেবারেই যেন তাঁর ছেলেবেলা।

 

 

 

আরও পড়ুন- ৫-এ পা আব্রামের, ছেলের জন্মদিনে আদুরে পোস্ট গৌরীর

Read More